যশোরের শার্শা ইউপি নির্বাচনে ৪ জন নৌকার প্রার্থী ও ৬ জন সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন
- আপডেট টাইম : ০৩:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ২৯৯ ৫০০০.০ বার পাঠক
বেনাপোল প্রতিনিধি।।
নির্বাচন বয়কট ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার মধ্যদিয়ে যশোরের
উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। এ নির্বাচনে ৪ জন নৌকার প্রার্থী ও ৬ জন সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদি হাসান জানান, শার্শা সদর ইউনিয়নে নৌকার প্রার্থী কবির উদ্দিন তোতা বিজয়ী
হয়েছেন। বাগআচড়ায় সতন্ত্র প্রার্থী আব্দুল খালেক আনারস প্রতিক নিয়ে
বিজয়ী হয়েছেন। উলাশী ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। কায়বা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন আনারস প্রতিক
নিয়ে বিজয়ী হয়েছেন। গোগা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী তবিবর রহমান আনারস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন । পুটখালী ইউনিয়নে নৌকার আব্দুল গফ্ফার নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। বাহাদুরপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মফিজুর রহমান আনারস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। নিজামপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী সেলিম রেজা বিপুল চশমা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। ডিহি ইউনিয়নে সতন্ত্র প্রার্থী হোসেন আলী বিজয়ী হয়েছেন ও লক্ষনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ারা খাতুন বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
এব্যাপারে শার্শা উপজেলা নিবাহী অফিসার মীর আলিফ রেজা জানান,
তুচ্ছ কিছু ঘটনা ছাড়া শার্শায় শান্তিপুর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাল ভোট দেয়ার অভিযোগে ২ জন কে আটক করা হয়েছে।
প্রেরকঃ অহিদুজ্জামান টিটু বেনাপোল যশোর
তারিখঃ ২৮/১১/২০২১