চট্রগ্রাম টেস্টে লাঞ্চ বিরতিতে বাংলাদেশর রান ৬৯/৪
- আপডেট টাইম : ০৭:০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ২৫০ ৫০০০.০ বার পাঠক
খেলার রিপোর্ট।। চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথম টেস্টে ব্যাটিং করছে করছে বাংলাদেশ। লঞ্চ বিরতির সয় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬৯ রান। এখন মুশফিক ৫ ও লিটন ১০ রান নিয়ে অপরাজিত আছে। এই জুটি ১১.৪ ওভার খেলে ২০ রান করেছে। মুশফিক খেলেছেন ৪০ বল ও লিটন খেলেছেন ৩২ বল। লাঞ্চ বিরতির সময় বালাদেশ খেলেছে ২৮ ওভার। ওভারপ্রতি বাংলাদেশের রান ২.৪৬। প্রথম দিনে এখনও ৬২ ওভার খেলতে হবে বাংলাদেশকে।
পাকিস্তানের বোলারদের মধ্যে ফাহিম আশরাফ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও সাজিদ খান ১টি করে উইকেট পেয়েছে।
বাংলাদেশের ১৯ রানের ভাঙ্গে উদ্বোধনী জুটি। তিন চারে ১২ বলে ১৪ রান করেন সাইফ। শাহিন শাহ আফ্রিদির বলে ৪.৩ ওভারের মাথায় আউট হয়েছেন সাইফ। ৮ম ওভারের শেষ বলে ১৪ রান করেন আউট হয়েছেন সাদমান। বল খেলেছেন ২৮ টি। চার মেরেছেন তিনটি । অপর দিকে ১৫.২ ওভারে আউট হয়েছেন অধিনায়ক মুমিনুল। ১৫.১ ওভারে আউট হওয়ার সময় মুমিনুল করেন ১৯ বলে ৬ রান। এর পরে ১৬.২ ওভার খেলে শান্ত ৩৭ বল খেলে করেন ১৪ রান। বাংলাদেশ ৪৯ রানে হারায় চার উকেট।মুশফিকুর রহিম ও লিটন এখন ব্যাটিং করছেন।আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুরু হচ্ছে বাংলাদেশের পথচলা। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয় সকাল ১০টায়। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
ঢাকায় পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরাজয়ের পর চট্রগামের ভ্যানুতে টেস্টে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে আজকের ব্যাটিং নিয়েছে মুমিনুলরা। টি-টোয়েন্টি তিন ম্যাচেই টসে জিতে বাংলাদেশ। আজও প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশে। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক। টস হেরে বাবর আজম জানিয়েছেন টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।
বাংলাদেশ দলে ইয়াসিরের অভিষেক হয়েছে। ঘরোয়া ক্রিকেটে করছেন প্রচুর রান। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হচ্ছিল না। তিন সংস্করণেই দলের সঙ্গে থাকার অভিজ্ঞতা হয়ে যাওয়া ইয়াসির আলি চৌধুরি অবশেষে পেলেন সামর্থ্য দেখানোর সুযোগ। ঘরের মাঠে অভিষেক হচ্ছে চট্টগ্রামের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।
দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। স্পিনে তাইজুল ইসলামের সঙ্গী মেহেদি হাসান মিরাজ। পেস বোলিংয়ে আবু জায়েদ চৌধুরির সঙ্গী ইবাদত হোসেন।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন।
পাকিস্তান দল: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।