গাজিপুরের বিতর্কিত কাউন্সিলর মোন্তার বিরুদ্ধে আবারো চাঁদাবাজির অভিযোগ
- আপডেট টাইম : ০৪:৪৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ২৭২ ৫০০০.০ বার পাঠক
দৈনিক সময়ের কন্ঠ স্টাফ রিপোর্টার।।
গাজিপুর মহানগর ২ নং ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর মমতাজ উদ্দিন মোন্তার বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ,ময়লার গাড়ি আটকিয়ে চাঁদা দাবী করেন এই মর্মে,রবিউল ইসলাম বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে কাশিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন,অভিযুক্ত ব্যাক্তি (১) কাউন্সিলর মমতাজ উদ্দিন মোন্তা(২)ইমরান(৩)শরিফ.(৪)সুমন,ট্রলির ড্রাইভার(১) সবুুজ. (২)ইমন,(৩)রানা,তাদের কে বেদমপ্রহর করে চাঁদা দাবী করেন,অভিযোগ সুত্রে বর্ণিত কাউন্সিলর মোন্তা তার মুঠো ফোনে 01730 20 10 75.ময়লা বর্জ ব্যবহৃত কাজে নিযুক্ত ওসমান গনির মুঠোফোনে 01910 12 77 71মাধ্যমে চাঁদা দাবী করেন ও অনতিবিলম্ব তার অফিসে দেখা করার নির্দ্বেশ প্রেরন করেন,বিভিন্ন অপকৌশল অবলম্বন করে দুর্নীতির আঁখড়া তৈরি করেছেন দুর্নীতির রাজা মহারাজারা,এরা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা,মুলত এদের ক্ষমতাসীন দল আঃলীগের পদ পদবী দিয়ে টিকিয়ে রেখেছেন গাজিপুরের বিতর্কিত বহিস্কার হওয়া সিটি মেয়র জাহাঙ্গীর আলম,জাহাঙ্গীর এর উত্তর সুরীরা জাহাঙ্গীর বহিস্কার হলেও তারা আঃলীগের নেতাকর্মীদের মাথায় কাঁঠাল ভেঙে কোশ তুলে খাওয়ার অভ্যাসটা সচল রেখেছেন,নিবেদিত আঃলীগের প্রবীন নেতাকর্মীরা অত্যান্ত দুঃখ ভারাক্রান্তে বলেন,এরা কোন দলের কোথা থেকে আসছেন এরা,এরা মাদ্রাসার ছাত্র কিনা,এরা কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন,কোন জেলার কোন থানায় বাড়ি,সেখান থেকে সহিংসতার মামলা নিয়ে আত্নগোপনে আছে কি না,এরা সরকার পতনের ডাক দিয়ে একাধিক মামলার আসামী হয়ে নিজ জেলা ত্যাগ করে,গাজিপুরের মাটিটা বিসক্ত করে তুলেছে,এরা দলের ভাবমূর্তি নষ্ট করতে একের পর এক সরকার দলের লোকগুলোকে নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত করে চলেছেন,কে এদের পরিচালনা করছে,কার ইন্ধনে এরা চালিত,এদের সকল কিছু উদঘাটন করে,এদের চাঁদাবাজি সহ সকল অপকর্মের বিরুদ্ধে পদক্ষেপ নিতে,প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তদন্ত পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বীর মুক্তিযোদ্ধা এলাকাবাসী ও প্রকৃত প্রবীণ আঃলীগের নেতাকর্মীদের আকুল আর্তনাদ।