গাজিপুরে পাওয়ার সূত্রে জমির সাইনবোর্ড তুলে নিয়ে গেলেন সন্ত্রাসবাহিনীর মুকুল
- আপডেট টাইম : ০৭:৩১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ৪৬৩ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
গাজিপুর মহানগর সিটিকর্পেরশনের ৩ নং ওয়ার্ডের বারেন্ডা মৌজায় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক বোরহান হাওলাদার জসিম এর পাওয়ার সূত্রে মালিক সম্পদের সাইনবোর্ড তুলে নিয়েগেলেন সন্ত্রাসবাহিনীর হোতা মুকুল।অপকর্মের হোতা মুকুল,তিনি রাষ্ট্র বিরোধী জামায়াত বি এন পির এজেন্ডা হিসাবে কাজ করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন,গড়ে তুলেছেন খানকা শরিফ নামে একটি প্রতিষ্ঠান,এটা দেখিয়ে দেশ বিদেশ থেকে চাঁদাবাজি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা,তার বিরুদ্ধে কাশিমপুর থানায় দুর্নীতি ও অপকর্মের দায়ে জিডি হয়েছিলো যাহার জিডি নং(১৩৩৬)ধর্মের দোহাই দিয়ে গড়ে তুলেছেন ভয়ংকর কিশোরগ্যাং, এসব অপকর্মের কথা সচেতন মহল যেনেও না যানার ভান করে বসে আছে,এই মুকুল গং রাজনৈতিক নেতাদের মাথায় কাঁঠাল রেখে কোশ তুলে খাচ্ছেন,অন্যের ভূমি নিজের দাবী করেন,কেউ টু সব্দ করলে দিয়ে যাচ্ছেন হুমকি,ভয়ভীতি প্রদর্শন করছেন এমপি মন্ত্রীদের,তার অপকর্মের বলি হয়ে মানবেতর জীবন যাপন করছে হাজারো অসহায় পরিবার,দুর্নীতির রাজা মুকুলের সকল অপকর্মের সঠিক তদন্ত সাপেক্ষ আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন এলাকার শিশুবৃদ্ধা ময়মুরুব্বি সহ নির্যাতীত নিপীড়িত জনতা।