চেয়ারম্যান সাইফুল ইসলাম এর ঐ কান্তিক প্রচেষ্টায়,ডি,ইপিজেড এর পকেট গেইট উদ্বোধন।
- আপডেট টাইম : ০৫:১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ২১৬ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানা আঃলীগের যুগ্ন আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম,নতুন রপ্তানির ডিইপিজেট কারখানার শ্রমিকদের চলা চলের রাস্তা সুগম করতে,নতুন রপ্তানির পকেট গেইট চালু করার বিষয়টি,ধামসোনা ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক হাজি মতিউর রহমান মতিন এর সাথে দির্ঘদিন শলাপরামর্শ করেন,উভয়ে শলাপরামর্শ শেষে বেবজার চেয়ারম্যান এর সাথে মতবিনিময় করে অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায়,নতুন রপ্তানি ডি,ইপিজেড ভাদাইলের কাঁঠালতলা গামী রোডের একটি পকেট গেইট এর শুভ উদ্বোধন করেন।১৮ ই নভেম্বর বিকাল ৪ টায় পকেট গেইট এর শুভ উদ্বোধন করেন বেবজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোঃ জিয়ারউর রহমান ও আশুলিয়া থানা আঃলীগের যুগ্ন আহ্বায়ক স্বনির্ভর ধামসোনার ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম,ও বেবজার কর্মকর্তা গন,সাথে সংযুক্ত হয়ে এ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন,ধামসোনা ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক হাজি মতিউর রহমান মতিন,৬ নং ওয়ার্ডের মেম্বার আবু সাদেক ভুঁইয়া,আশুলিয়া থানা যুবলীগের অন্যতম সদস্য ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওমর আলী সজিব,৬ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আমিনুল ইসলাম,সাইফুল ইসলাম,কাজল প্রমুখ।শ্রমিকদের চলাচলের জন্য পকেট গেইট খুলে দেয়ার পরে নেতাকর্মীরা ফুলদিয়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম কে,উদ্বোধন শেষে আনন্দ মুখর হয়ে প্রচুর পরিমানে মিষ্টি বিতরন করেন।