গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের covid-19মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক কর্মশালা নিয়ে আলোচনা সভা
- আপডেট টাইম : ০১:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ২৬৩ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্টার)।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে, covid-19 অতিমারি মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক “”কর্মশালা শুরু হয় ১৭ই নভেম্বর রোজ বুধবার এগারোটার সময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম তরিকুল ইসলাম জেলা প্রশাসক গাজীপুর, সেমিনারের সভাপতি এবং সঞ্চালনায় ছিলেন জনাব আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজীপুর, আয়োজনে ফেডারেশন অফ এনজিও’স ইন বাংলাদেশ ( এফএনবি ) গাজীপুর । সেমিনারটি আয়োজনে সহযোগিতায়:ব্র্যাক।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন্ন এফএনবি গাজীপুরের সাধারন সম্পাদক,
ব্র্যাক এর কার্যক্রম গুলো প্রজেক্টরের মাধ্যমে স্থিরচিত্র দেখানো হয়, সেই সাথে স্থিরচিত্রের ব্যাখ্যা করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আবু জাফর, ব্র্যাকের কার্যক্রম এর ব্যাখ্যা দিতে গিয়ে ব্র্যাকের জেলা জেলা সমন্বয়ক আবু জাফর বলেন- মহামারী করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণের স্বার্থে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, হাত ধোয়ার জন্য আমরা বিভিন্ন স্থানে ব্র্যাকের অর্থায়নে হ্যান্ড ওয়াশিং স্টেশন নির্মাণ করে দিয়েছি, শুধু তাই নয় অসহায় হতদরিদ্র মানুষ গুলোকে আমরা বিনামূল্যে আইনি সেবা দিচ্ছি, বিভিন্ন স্থানে যেখানে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে, বিভিন্ন রাস্তায় সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য রয়েছে , সেখানে আমরা ব্র্যাকের অর্থায়নে সে রাস্তা আমরা সংস্কার করে দিয়েছি। এজাতীয় সেবাগুলো আমরা অব্যাহত রেখেছি জনদুর্ভোগ কমাতে কাজ করে যাচ্ছি আমরা।
নিপীড়িত জনগোষ্ঠীকে আমরা সচেতন করার চেষ্টা করছি, নারী নির্যাতন বন্ধে জেলার বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পিং করছি, নারী-পুরুষ সমান অধিকার নিয়ে সমাজে নিজ অধিকার আদায় করতে পারে সেই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি আমরা।
সেমিনারে আরো যারা উপস্থিত ছিলেন- লরেন্স ফলিয়া প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন, কলিম উদ্দিন চৌধুরী ওয়ার্ল্ড রিনিউ, মোঃ জসিম উদ্দিন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রোকসানা ইয়াসমিন শিমুল বাংলাদেশ সেন্ট্রার ফর ওয়ার্কার্স সলিডারিটি, মোহাম্মদ আনোয়ার হোসেন ডি এম আশা, মোঃ জহিরুল ইসলাম দিশা, মোঃ রেজাউল করিম আর ডি আর এস বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার গাজীপুর, জি এম মাহমুদ জুয়েল এরিয়া ম্যানেজার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, শাহিনুর বেগম এ্যাডরা বাংলাদেশ, মোঃ তরিকুল ইসলাম পিপিজে বাঁচতে শেখা, সাঈদ হোসেন প্রেস বিটারিয়ান ফেলোশিপ ইন বাংলাদেশ, জোটন রাংসা রোডম, মোঃ সারোয়ার হোসেন প্রকল্প ব্যবস্থাপক মৌচাক গণস্বাস্থ্য কেন্দ্র, আরিফা আক্তার কৃষি প্রকৌশলী ডিএই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর, মোঃ আতিকুল ইসলাম ফেসিলিটেটর ইউসেপ বাংলাদেশ, আসলাম হোসেন খান প্রোগ্রাম কো-অর্ডিনেটর শিশু পল্লী প্লাস, মোঃ জাকির হোসেন চিফ এক্সিকিউটিভ প্রভাটি ইলিমিনেশন অরগানাইজেশন পিইও, মোঃ আব্দুস সালাম এরিয়া ম্যানেজার সাজেদা ফাউন্ডেশন, মোঃ রফিকুল ইসলাম জোনাল ম্যানেজার বুরও বাংলাদেশ, মোঃ ইকবাল হোসেন শাখা ব্যবস্থাপক এস ডি আই, মোঃ গোলাম মওলা শাখা ব্যবস্থাপক এস এস এস, মোঃ শামীম আল মামুন ব্রাক, মোঃ এমদাদুল ইসলাম ক্লিনিক ম্যানেজার বি এইচ আর আর ডি এস, মোঃ শাহারিয়ার শাওন পি এস টি সি, রতন কুমার দাস গাজীপুর ব্রাক আঞ্চলিক কার্যালয়, মমিনুল হাসান ব্রাক, মোঃ সাখাওয়াত হোসেন আকন্দ ব্ল্যাক, মোঃ আলমগীর হোসেন শক্তি ফাউন্ডেশন, লিপি রানী দাস সিএম এসো জীবন গড়ি মেরী স্বাস্থ্য সেবা কেন্দ্র, মোঃ আতাউর রহমান জোনাল ম্যানেজার টি এম এস এস, সমীর কুমার কুন্ডু ব্রাক জেলা সমন্বয়ক শরীয়তপুর, উম্মুল খায়ের স্নিকধা ক্লিনিক ম্যানেজার মেরিস্টোপস টঙ্গী, জহিরুল ইসলাম জুয়েল কো-অর্ডিনেটর সিও,টি আই বি, মোঃ ইউসুফ আলী খান সিএম, টি ডি পি/ডি আর আর এ টঙ্গী, মোঃ শফিকুর রহমান ইউসেপ বাংলাদেশ গাজীপুর রিজিয়ন, মোহাম্মদ সোহেল খান ব্লাস্ট টঙ্গী গাজীপুর, রিয়াজ মাহমুদ ওসাপ বাংলাদেশ, মোঃ মাহফুজুল আলম ব্রাক, আফরোজা সুলতানা ব্যাক, এম এন কিবরিয়া ব্রাক, রাহেলা খাতুন ব্রাক, মারভিন এস অধিকারী এইচ ও এইচ এন্ড এ জি বি সি, মোঃ আক্তার হোসেন বি ই আর ডি ও, মনীষা সি এ আর ই, মোঃ বেলাল হোসেন গণ সেবা সংস্থা, আব্দুল্লাহ আল আরিফ সিনিয়র অফিসার এইচআর ব্রাক, আমিনুল ইসলাম ব্রাক, আনিসুর রহমান ব্রাক, শাহিদুর রহমান ব্রাক, নার্গিস বেগম সি এ আর ই গাজীপুর, কামরুন নাহার বি ই আর ডি ও প্রমূখ।