লাদাখে আটক চীনা সেনা কারাগারে
- আপডেট টাইম : ১১:০৭:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ৯ জানুয়ারি ২০২১
- / ২৯৯ ৫০০০.০ বার পাঠক
লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলওসি) পার হয়ে ভারতের দিকে প্রবেশ করেছে এক চীনা সেনা। এরপরই তাকে আটক করেছে সেখানে মোতায়েনরত ভারতীয় সেনা। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আটকের পর তাকে ভারতীয় সেনারা জেলে ভরেছে।
এনিয়ে চীন পিপলস আর্মি ভারতীয় বাহিনীর সঙ্গে আলোচনা করছে বলে খবরে বলা হয়েছে।
ভারতীর এক কর্মকর্তা বলেছেন, আট জানুয়ারি এক চীনা সেনা লাদাখে ভারতের দিকে প্রবেশ করেছে। তাকে আটক করে জেলে নেয় ভারতীয় সেনারা।
লাদাখ ইস্যু নিয়ে ভারতের সঙ্গে চীনের চরম উত্তেজনা চলছে। গত বছরের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের সংঘর্ষে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয় বলে ভারতের পক্ষ থেকে বলা হয়।
ঐ সংঘর্ষে চীনের সেনা নিহত হলেও দেশটি এনিয়ে কোন তথ্য জানায়নি। এই ঘটনার পর থেকে ভারত বহু চীনা অ্যাপ নিষিদ্ধ করে। সেইসঙ্গে বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে। এসব নিয়ে দেশ দুইটির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে।