৫ দিন ব্যাপী তদন্ত মান উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১২:৪৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ২৫৬ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম শহিদ
বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রামঃ
সিএমপি দক্ষিণ বিভাগের উদ্যোগে ৫ দিন ব্যাপী তদন্ত মান উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষন কর্মশালার আয়োজনঃ
বিগত ৬ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ থেকে ১১ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত ৬ জন পিএসআই ও ১৫ জন সাব ইন্সপেক্টরদের ৫ দিন ব্যাপী তদন্ত মান উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে আধুনিক তদন্ত কার্যক্রম সম্পর্কে বাস্তব এবং প্রায়োগিক ধারণা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষনার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনের উপায় এবং একই মাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ এবং অপরাধীদের সনাক্তকরণের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত কর্মশালায় ১০ই নভেম্বর,২০২১ খ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম। তিনি প্রশিক্ষণার্থীদের এরূপ প্রশিক্ষণ তদন্তকার্যে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন। এছাড়াও প্রশিক্ষণার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে আহ্বান জানান। তিনি এরূপ প্রশিক্ষণ আয়োজনের জন্য দক্ষিণ বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জনাব বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার), উপ পুলিশ কমিশনার(দক্ষিণ) সিএমপি।