গাজীপুরে কোনাবাড়ীতে বিসিক ডাইসিন কেমিক্যাল ও লাইফ টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
- আপডেট টাইম : ১২:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ৫৩৬ ৫০০০.০ বার পাঠক
।(মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট)
গাজীপুরের সিটি কর্পোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে ডাইসিন কেমিক্যাল গোডাউন এবং লাইফ টেক্সটাইল নামে একটি গার্মেন্টসে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২ দিকে প্রথমে ডাইসিন কেমিক্যাল গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীরা। পরে মুহুর্তের মধ্যে পাশে থাকা লাইফ টেক্সটাইল লিমিটেড নামক কারখানার দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের পরিচালক আবদুল হামিদ মিয়া জানান,খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি বলেন, ৩,৪,৫,৬,৭ এবং নিচ তলা সম্পূর্ণ ভাবে অক্ষত রেখেছি। যেহেতু বিল্ডিংটি দশ হাজার স্কয়ার ফিট দুই টি সিড়ি ছাড়া বিকল্প কোন রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগপেতে হয়েছে।
তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান, ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।