খোয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলীর বিরুদ্ধে বহিরাগত লোক দিয়া স্থানীয়দের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
- আপডেট টাইম : ০৮:৩৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ৩২৬ ৫০০০.০ বার পাঠক
এস এম মনির
স্টাফ রিপোর্টার, দৈনিক সময়ের কন্ঠঃ
খোয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী মুন্সি বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়া স্থানীয় লোকজনদের হুমকি প্রদান করারউস্কানিমূলক মিটিং মিছিল করার অভিযোগ উঠেছে।
আগামী ২৮ নভেম্বর খোয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী মাঠে জনপ্রিয়তার শীর্ষ রয়েছেন জয়নাল আবেদীন মোল্লা। সৎ বিনয়ী ন্যায়পরায়ন হওয়াতে সাধারণ জনগন জনাব জয়নাল আবেদীন মোল্লা কে সমর্থন দিয়েছেন। পক্ষান্তরে অতীত কর্মকাণ্ডের বিচারে সাধারণ জনগন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সি কে প্রত্যাখান করছেন। খোয়াজপুরের সাধারণ জনগণ এবার পরিবর্তনের জন্য জয়নাল আবেদীন মোল্লা কে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।
মোহাম্মদ আলী মুন্সি নির্বাচনী মাঠে জনশূন্য হয়ে পড়ায় খোয়াজপুরের আশেপাশের এলাকা হতে বহিরাগতদের এনে উস্কানিমূলক বক্তব্য, ভোটারদের ভয়ভীতি প্রদান সহ ২৮ নভেম্বর ভোটকেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন মোল্লা বলেন মোহাম্মদ আলী মুন্সি কে এবার জনগণ প্রত্যাখান করেছে আমাকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছেন, জনগণের এই জোয়ার দেখে মোহাম্মদ আলী মুন্সি দিশেহারা;তাই তিনি বহিরাগতদের ভাড়া করে এনে স্থানীয় ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন, সাধারণ জনগন তার হুমকি কে ভয় পায় না।
২৮ তারিখে জনগন ব্যালটের মাধ্যমে তার প্রমাণ দিবেন ইনশাআল্লাহ।
জয়নাল মোল্যার ছোটো ভাই মেহেদী মোল্যা বলেন আমরা সহিংস রাজনীতিতে বিশ্বাসী নই,তাই আপনাদের মাধ্যমে মাদরীপুরের নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট প্রসাশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি—খোয়াজপুর ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার উদ্দেশ্য একজন চেয়ারম্যান প্রার্থী বহিরাগত লোক নিয়ে মঠের বাজার ও এর আশে-পাশের এলাকায় উস্কানিমূলক মিছিল ও সমাবেশ করে থাকেন। খোয়াজপুরের পাশ্ববর্তী মহিষের চর, আংগারিয়া, কুনচুরি, লক্ষীপুর ও মাহমুূদপরসহ অন্যান্য এলাকা থেকে বহিরাগত লোক যাতে খোয়াজপুরের রাজনীতির মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে–এ লক্ষে মাদরীপুরের প্রসাশনের সদয় দৃষ্টি কামনা করছি।