নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ: এলাকাবাসীর ক্ষোভ
- আপডেট টাইম : ০৮:২০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ২৬০ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডে – সড়কে নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলেও নির্বাক কর্তৃপক্ষ। ফলে, এ সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।ঘটনাস্থলে অভিযোগের সত্যতা জানতে গিয়ে দেখা যায়, বিরুলিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড খাগান এলাকার কাটুন ফ্যাক্টরির মোড় থেকে উত্তর দিকে একটি রাস্তা বেরিয়ে একই গ্রামের লাল মিয়ার জমিতে গিয়ে মিলেছে। প্রায় দুই দিন হলো রাস্তায় কাজ শুরু করেছেন ঠিকাদার।আনুমানিক ১১শত থেকে ১২ শত ফিট রাস্তা ঠিক করা হবে বলে জানা যায়।
দীর্ঘদিন পর খানাখন্দকে ভরপুর রাস্তাটিতে কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মনে স্বস্তি এলেও নির্মাণ কাজ দেখে তারা হতাশ। রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন, দীর্ঘদিন পর এই রাস্তার কাজ শুরু হওয়া শুভ লক্ষণ হলেও নিম্নমানের ইট ব্যবহারের কারনে বিষয়টি ভাবিয়ে তুলেছে সবাইকে।কাজের গুণগত মান নিয়ে খাগান গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান জানান, রাস্তা নির্মাণের জন্য যে মানের ইট দেওয়া দরকার তা দিচ্ছেন না। ফলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
স্থানীয় যুবক মানিক মিয়া বলেন,রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে যে ইট লাগানো হয়েছে সেগুলোও একেবারেই মানহীন। হালকা ওজনের কয়েকটা গাড়ি ওই ইটের উপর দিয়ে গেলে এতেই ইট ভেঙে গুঁড়ো মশলার মতো হয়ে যাবে। আমরা রাস্তায় কোনো খারাপ ইট ব্যবহার হোক এটা চাই নাএ বিষয়ে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান সিরাজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এই কাজের বিষয়ে আমি কিছু জানিনা এটা আমাদের চেয়ারম্যান জানে উনি কাকে দিয়ে কিভাবে করাচ্ছে।কেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, যে পরিমান বাজেট দেওয়া হবে আমরা সেই রকম জিনিস দিয়ে কাজ করবো।এখানে প্রজেক্ট এর মধ্যে ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার ইট তা তো উল্লেখ করা নাই ।টাকার পরিমান যেমন সামগ্রী দেওয়া হবে তেমন।