সংবাদ শিরোনাম ::
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক তেলিরচালা এলাকায় কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ০৩:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ৬১৪ ১৫০০০.০ বার পাঠক
(মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।
গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় একটি কলোনিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। জানা যায়, কলোনিতে শতাধিক ঘর রয়েছে। ওই কলোনিটি কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের। এখন পর্যন্ত অধিকাংশ ঘর পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার তেলিরচালা এলাকার একটি কলোনিতে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কোন হতাহত ঘটনা ঘটেনি।
আরো খবর.......