ভারতের কাছে আফগানিস্তানের বড় হার সেমিফাইনালের দৌড় জমিয়ে দিয়েছে। আজ যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারে, তবে কাল ভারতের জয় পেলেই চলবে। তাই ষড়যন্ত্রতত্ত্ব বেশ জনপ্রিয়তা পেয়েছে। এত আলোচনায় ক্ষুব্ধ হয়ে নিজেকে আর সামলাতে পারেননি হরভজন সিং।
৪১ বছর বয়সী এই অফ স্পিনার নিজের ইউটিউব চ্যানেলে এসে বলেন, হঠাৎ সাফল্য পেয়ে নাকি সেটা সামলাতে পারছে না পাকিস্তান। পাকিস্তানি সমর্থকদের আচরণ ঠিক করতে বলেছেন হরভজন, ‘পাকিস্তানের সমর্থকেরা ভারতের বিপক্ষে পাওয়া জয় এখনো হজম করতে পারছে না। এত বছর ধরে অপেক্ষা করার পর বিশ্বকাপ জয় পেয়েছে তো। এভাবে কথা বলা ও প্রশ্ন তোলারও ধরন আছে। কিন্তু মানুষ আমাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছে। রশিদ খানের মতো বোলারের বিরুদ্ধে অভিযোগ করছে যা শুধু সস্তাই নয়, অপমানদায়কও।’
ভারতের কাছে আফগানিস্তানের বড় হার সেমিফাইনালের দৌড় জমিয়ে দিয়েছে। আজ যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারে, তবে কাল ভারতের জয় পেলেই চলবে। তাই ষড়যন্ত্রতত্ত্ব বেশ জনপ্রিয়তা পেয়েছে। এত আলোচনায় ক্ষুব্ধ হয়ে নিজেকে আর সামলাতে পারেননি হরভজন সিং।
৪১ বছর বয়সী এই অফ স্পিনার নিজের ইউটিউব চ্যানেলে এসে বলেন, হঠাৎ সাফল্য পেয়ে নাকি সেটা সামলাতে পারছে না পাকিস্তান। পাকিস্তানি সমর্থকদের আচরণ ঠিক করতে বলেছেন হরভজন, ‘পাকিস্তানের সমর্থকেরা ভারতের বিপক্ষে পাওয়া জয় এখনো হজম করতে পারছে না। এত বছর ধরে অপেক্ষা করার পর বিশ্বকাপ জয় পেয়েছে তো। এভাবে কথা বলা ও প্রশ্ন তোলারও ধরন আছে। কিন্তু মানুষ আমাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছে। রশিদ খানের মতো বোলারের বিরুদ্ধে অভিযোগ করছে যা শুধু সস্তাই নয়, অপমানদায়কও।’
ম্যাচ পাতিয়ে আফগানিস্তানের বিপক্ষে ভারত বড় জয় পেয়েছে, এমন অভিযোগে হরভজন কতটা ক্ষিপ্ত সেটা টের পেয়েছে পরের কথায়। মোহাম্মদ আমিরের প্রসঙ্গ টেনে পাকিস্তানি সমর্থকদের অতীত মনে করিয়ে দিয়েছেন, ‘আমরা মেনে নিয়েছি, পাকিস্তান খুব ভালো খেলেছে এবং ভারতের বিপক্ষে খুব ভালো খেলায় এবং তাদের হারানোয় সবাই ওদের খুব প্রশংসা করছে। তাদের অভিনন্দন। কিন্তু এরপর আপনারা যদি এভাবে বাজে ব্যবহার করা শুরু করেন, বলেন আপনারা সৎ ক্রিকেট খেলেন আর আমরা জিতলে সন্দেহ করা শুরু করেন, বলেন, ম্যাচ পাতানো হয়েছে, সেটা অন্যায়। আপনাদের ক্রিকেটারদের সম্পর্কে আমাদের ধারণা আছে।’