পাথরঘাটায় চার ইউনিয়নে ১৯ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল,২০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ন।
- আপডেট টাইম : ১০:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ২২০ ৫০০০.০ বার পাঠক
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় উপজেলায় তৃতীয় ধাপে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮শে নবেম্বর। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের আজ ছিলে শেষ দিন।
পাথরঘাটা নির্বাচন অফিস সূত্রে জানা যায় তৃতীয় ধাপের নির্বাচনে পাথরঘাটা উপজেলা চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে এরমধ্যে ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
পাথরঘাটার সদর ইউনিয়নে ৬ জন: আলমগীর হোসেন (নৌকা), হাফিজুর রহমান,(হাতপাখা) এম মতিউর রহমান মোল্লা,মোঃ আসাদুজ্জামান,(বিদ্রোহী) সুমন মিয়া।
চরদুয়ানি ইউনিয়নে ২ জন প্রার্থী: মোঃ আব্দুর রহমান (নৌকা),সোহাগ বাদশা (হাতপাখা)
নাচনাপাড়া ইউনিয়ন ৪ জন প্রার্থী: মোঃ ফরিদ মিয়া (নৌকা),আতিকুর রহমান ছালু (হাতপাখা), এনামুল হক মিরাজ,(বিদ্রোহী) মোঃ জাহরুল ইসলাম।
রায়হানপুর ইউনিয়ন ৭ জন প্রার্থী: মাইনুল ইসলাম (নৌকা), শহিদুল ইসলাম (হাতপাখা),মিজানুর রহমান (বিদ্রোহী),সি এম সাদেক রহমান,কামরুল ইসলাম, আবদুল মোতালেব, মোঃ আঃ ছালাম হাওলাদার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আইউব আলী জানান, আগামী ২৮ নভেম্বর (তৃতীয় ধাপে) পাথরঘাটা ৪টি ইউনিয়নে নির্বাচন হবে এর মধ্যে ৩৬ টি ভোট কেন্দ্রের ২০টি কেন্দ্রই অধিক ঝুকিপূর্ণ ,৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন,১১ নভেম্বর বৃহস্পতিবার প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন।