গাজীপুরের কাপাসিয়ায় নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার আনন্দ টিভি ও দৈনিক যুগান্তরের কাপাসিয়ার প্রতিনিধি।
- আপডেট টাইম : ১০:০৬:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ৩৬৬ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট) । গাজীপুরের কাপাসিয়ায় নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের সময় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী—সমর্থকদের হামলায় আনন্দ টিভি ও দৈনিক যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।শনিবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও বাজার এলাকায় এ হামলায় ঘটনা ঘটে। আহত খোরশেদ আলম (৪০) কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের মাওলানা মোয়াজ্জেম আলী খানের ছেলে। তিনি দৈনিক যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।আহত সাংবাদিক খোরশেদ আলম জানান, কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান খান শনিবার বিকেলে নলগাঁও নয়াপাড়া এলাকায় কর্মী—সমর্থকদের নিয়ে প্রচার—প্রচারণা চালাচ্ছিলেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোবাইয়া ইয়াসমিন তমা নির্বাচন আরচণ বিধি ভঙ্গের দায়ে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খানকে ১০হাজার টাকা জরিমানা করেন। পরে তার কর্মী—সমর্থকরা ম্যাজিস্…