পাথরঘাটায় ভাতিজিকে কেন্দ্রকরে চাচা-চাচী আহত।ত
- আপডেট টাইম : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ২৩৭ ৫০০০.০ বার পাঠক
বরগুনা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তালুকের চরদুয়ানি গ্রামের সুজন সোমাদ্দারের স্ত্রী সন্ধ্যা রাণী (৩০) ও সন্ধ্যা রাণীর স্বামী সুজন সোমাদ্দার (৩৭)
ভাতিজিকে কেন্দ্রকরে বড় ভাই বিজন সোমাদ্দার (৪০) বিজন সোমাদ্দার এর স্ত্রী লিপি রাণী (৩২), তপন মিস্ত্রী (৩৫)সহ অাজ্ঞাত অারো ৪/৫ জনের হাতে গুরতর অাহত হয়েছেন।
আহতরা পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
জানা গেছে বড় ভাই বিজন সোমাদ্দারের মেয়ে তুলশী রাণী (১৮)কে শাপলেজার তপন (৪২) এর সাথে তার পিতা বিজন সোমাদ্দার জোর করে বিয়ে দিয়।
বিয়ের পর থেকে তুলশীর স্বামী ও তার পরিবার তুলশীর উপর বিভিন্ন ভাবে নির্যাতন করে অাসছিল।
এক পর্যায়ে তুলশী স্বামী ও তার পরিবারের নির্যাতন সইতে না পেরে পালিয়ে এসে তুলশীর চাচা সুজন সোমাদ্দারের কাছে অাশ্রয় নিয়ে স্বামীসহ ৫ জনকে অাসামী করে পাথরঘাটা ম্যাজিষ্ট্রেট অাদালতে একটি মামলা দায়ের করেন।
তারই জেরধরে ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল তিনটায় সন্ধ্যা রানী ও তার স্বামী সুজনকে পিটিয়ে গুরতর অাহত করে উল্লেখিত ব্যক্তিরা।