শেখ রাসেল বেঁচে থাকলে প্রধানমন্ত্রীকে সার্বিকভাবে সহযোগীতা করতেন। দেশ পরিচালনার স্বার্থে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন মেয়র জাহাঙ্গীর আলম।।
- আপডেট টাইম : ০২:০১:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ৩৯০ ৫০০০.০ বার পাঠক
মো.নাসির উদ্দিন গাজীপুর থেকে।।
গাজীপুর সিটি করপোরেশনের মানবিক মেয়র এ্যাড : মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আওয়ামী লীগ আমার প্রাণের সংগঠন। আসুন আমরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই।
যারা ভুল করে অন্যায় করেছেন তারা মতভেদ ভুলে ঐক্যদ্ধ হোন। ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের প্রশ্নবিদ্ধ করবেন না। ভাই, ভাইয়ে বিভেদ সৃষ্টি করবেন না। সকলে সহযোগীতা করলে সম্মিলিতভাবে গাজীপুরকে পরিকল্পিত আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পারবো। এ শহরে কোনো দাঙা, হানাহানি থাকবে না। গাজীপুর হবে একটি আদর্শ নগরী। সোমবার বিকেলে গাজীপুর নগরের ঐতিহাসিক রাজবাড়ির মাঠে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে প্রধানমন্ত্রীকে সার্বিকভাবে সহযোগীতা করতেন। দেশ পরিচালনার স্বার্থে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। দেশের ভেতরে যারা অন্যায়-অত্যাচার করে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি তাদের প্রতিহত করতে পারতেন। জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অস্তিত্ব। আমাদের স্বাধীনতার প্রাণপুরুষ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঠিকানা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। শেখ রাসেল স্মৃতি সংসদ গাজীপুর মহানগর শাখা বড় পরিসরে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি হেলাল উদ্দিন। অনুষ্ঠানে ৫৭ ওয়ার্ডের সব ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে সভাস্থলে যোগ দেন।