মওদুদ আহমদের হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন করা হবে আজ
- আপডেট টাইম : ০৯:০২:০৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০২১
- / ৩২১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছেদোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটিরসদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীরএভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীনমওদুদ আহমদের হৃদযন্ত্রে আজবৃহস্পতিবার পেসমেকার স্থাপন করা হবে।
বুধবার বিকালে মওদুদ আহমদকে দেখেহাসপাতাল থেকে বের হয়ে এ কথা বলেনবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামআলমগীর। তিনি বলেন, মওদুদ আহমদআগের চেয়ে ভালো আছেন। তিনি কথাবলেছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি আরো বলেন, তার হৃদযন্ত্রে স্থায়ীপেসমেকার বসানো হবে। এখন একটা অস্থায়ীপেসমেকার আছে। কৃত্রিম উপায়ে বিরল প্রজাতির দাতিনা মাছের পোনা উৎপাদন
গতকাল দুপুর ২টার দিকে মির্জা ফখরুলইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন মওদুদ আহমদকেদেখতে যান। এর আগে গত ২৯ ডিসেম্বর রক্তেহিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদআহমদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করাহয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণবেড়েছে বলে চিকিৎসকরা জানান।