পবিত্র কোরআন শরিফ অবমাননা করায় গাজীপুরে বিক্ষোভ মিছিল।
- আপডেট টাইম : ০৫:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
আল মামুন গাজীপুর।।
কুমিল্লায় পবিত্র কোরআন শরিফ অবমাননা করায় আজ পবিত্র জুম্মা নামাজের পর গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে বের হন ধর্মপ্রাণ মুসলমানেরা। বিক্ষোভ মিছিল চলা কালিন কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। সকাল থেকেই গাজীপুর চান্দনা চৌরাস্তায় বাসন থানা জিএমপি অফিসার ইনচার্জ এম এ মালেক খসরু খান সহ বাসন থানার ডিউটিরত পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। এছাড়াও এ ডি সি, নির্বাহী ম্যাজিস্ট্রেট,বিজিবি সদস্য সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। নামাজের পর টানা ৩০ মিনিট বিক্ষোভ মিছিল পালন করেন মুসল্লীরা। মিছিল চলা কালিন সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর- টাঙ্গাইল মহাসড়কের গাড়ি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখা হয়। মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবস্থান করেন মুসল্লীরা এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসিনি, মুসলিম জাতি হিসেবে কোরআন শরিফ অবমাননার প্রতিবাদ করা আমাদের দ্বায়িত্ব। আল্লাহর কোরআন কে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে যারা অপমান করবে তাদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। জীবন গেলেও আমরা আমাদের পবিত্র কোরআনকে রক্ষা করবো ইনশাআল্লাহ। বক্তব্য শেষে মোনাজাত করে ইসলাম ধর্মের শান্তি কামনায় মোনাজাত শেষ করে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।