গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক জনের মৃত্যু।
- আপডেট টাইম : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ২৫৩ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।
ফোরকান শিকদার পটুয়াখালীর গলাচিপা থানার কালাইঘোসর এলাকার মৃত বাছের আলীর ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার হাজতি নম্বর-৪১৯/২০।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ফোরকান শিকদার (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
কারাগার সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি, ঢাকা রেলওয়ে থানায় ২০(১০)২০১৯ নম্বর মামলায় কারাগারে বন্দি ছিল ফোরকান শিকদার। সোমবার ভোরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অসুস্থ অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফোরকান শিকদারকে মৃত ঘোষণা করেন। ২০২০ সালের ৪ মার্চ থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার রুবাইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তথ্য প্রদানকারী জেল সুপার তিনি তথ্য দিবেন। এ ব্যাপারে জেল সুপারের মোবাইলে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায় এবং জেলারকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।