নাসুমকে হারিয়ে দিলেন নেপালের লামিচানে
- আপডেট টাইম : ০৩:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
খেলার রিপোর্ট।।
সেপ্টেম্বর মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কারে মনোনীত হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জস্করন মালহোত্রা ও নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে।
ভোটাভুটিতে নাসুমের ভাগ্য সহায় হলো না। নাসুম ও মালহোত্রাকে হারিয়ে সেপ্টেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন নেপালের সন্দীপ লামিচানে।
তিনজনই প্রথমবার মনোনয়ন পেয়েছেন। আর প্রথমবার মনোনয়ন পেয়েই বাজিমাত করলেন লামিচানে।
গত মাসে আইসিসির বিশ্বকাপ লিগ ২-এ ৬ ম্যাচে ১৮ উইকেট নিয়ে পুরস্কারটি ঘরে তুলেছেন লামিচানে। কিপটে বোলিং করেন। ওভার প্রতি দিয়েছেন মাত্র ২.১৭ রান করে। ওই টুর্নামেন্টে মাত্র ৭.৩৮ রানের খরচায় প্রতিটি উইকেট পান লামিচানে। লিগে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন লামিচানে।
অন্যদিকে নাসুম সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স দিয়ে। সিরিজে সব মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।