গাজীপুরের একা ধিক মামলার আসামী রাকিবুল ইসলাম ওরফে ব্লাক শাহিন গ্রেপ্তার।
- আপডেট টাইম : ০৩:২৯:২০ অপরাহ্ণ, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ৭৩৮ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলা প্রতিনিধি।।
গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলার আসামি ব্লাক শাহীনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার নগরীর পৌর সুপার মার্কেটের পাশের প্রকৌশলী ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর মেট্রো থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. রাকিবুল ইসলাম শাহীন ওরফে ব্লাক শাহীন (২৯) গাজীপুর মহানগরের সদর থানাধীন ছোট দেওড়া এলাকার মৃত নাছির উদ্দিনের সন্তান।
জানা যায়, গাজীপুর মহানগরীর ছোট দেওড়া, সামান্তপুরসহ আশেপাশের কয়েক এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের লিপ্ত ছিল ব্লাক শাহীন।
এলাকাবাসী জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও নানা অপকর্মের মূল হোতা ব্লাক শাহিন প্রশাসনিক ও রাজনৈতিক ছত্র ছাত্রায় জনসম্মুখে অপকর্ম করে বেড়ায়। এছাড়াও এলাকার কেউ কোন বিষয়ে তার বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিবাদ করার সাহসও পাননা।
পুলিশ সূত্র জানায়, তার নামে বিভিন্ন থানায় ২৮টির মতো মামলা রয়েছে। তাকে একাধিকবার গ্রেফতার করা হলেও তিনি জামিনে বের হয়ে আবার সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়ে যান। কিছুদিন আগেও শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মারামারির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল।
গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।