অন্য কেউ আমার জীবনটা গুছিয়ে দিয়ে যাবে না’
- আপডেট টাইম : ০৭:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ৩৬৮ ৫০০০.০ বার পাঠক
বিনোদন রিপোর্টার।।
দীর্ঘদিন পর কথা বললেন তিনি। গত ১ বছর ধরে অন্তরীণ থাকা বুবলীকে নিয়ে যা যা প্রশ্ন তৈরি হয়েছিল তার সবটুকুর জবাব দিলেন নিজের মতো করে। ইত্তেফাক-এর হয়ে কথোপকথনে ছিলেন তানভীর তারেক
চিত্রনায়িকা বুবলীকে নিয়ে নানা খবরই চলমান থাকে। প্রথমত, সুপারস্টার শাকিবের নায়িকা হিসেবেও তাকে কথা শুনতে হয়েছে। তবে সর্বশেষ খবর হলো তাকে পাওয়া যাচ্ছিল না গত ১ বছর । কোনো মিডিয়াতেই তার কোনো স্টেটমেন্ট মেলেনি। এদিকে এই সুযোগে এ বছর তাই তাকে নিয়ে নানা গুজব, আধাসত্য বা মিথ্যে খবরের ডালপালা মেলেছে । কিন্তু গুঞ্জন এমনই একটি বিষয়, যা খোদ সেই তারকা না বলা অবধি কোনো সত্যতা পাওয়া মুশকিল ।
কিন্তু এই ১ বছর তিনি কী করলেন? কোথায় ছিলেন? জানতে চাইলে বুবলী বলেন, ‘আমি তো কোথাও পালিয়ে যাইনি যে হারিয়ে যাবো। আর এই করোনাকালে তো কেউই নিজেদের কাজের ভেতরে ছিলাম না। তাই আমি এই ১ বছর নিউইয়র্কে ছিলাম। সেখানে ফিল্মের ওপরে একটি কোর্স করেছি। অভিনয়ের কলাকৌশল শিখেছি। প্রথম মাসে সরাসরি ক্লাস করলেও পরবর্তীতে করোনার কারণে অনলাইনে ক্লাস করেছি। তবে অভিনয়ের অনেক খুঁটিনাটি শিখেছি।’
এদিকে বীর ও নিরবের সঙ্গে ক্যাসিনো ছবির পর নতুন কোনো ছবির খবরে নেই। অবসর নিলেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘অন্য অনেকেই তো অনেকদিন কিছু কাজ করছে না, তাদের কী বলছেন যে, তারা অবসর নিলো কি-না? অথচ আমার ব্যাপারে সবার এত কৌতুহল সত্যিই অবাক করে!’
বুবলী অন্তসত্ত্বা? এই গুঞ্জনই সবচেয়ে বেশি রটেছে। আপনার কানে কী যায়নি?
বুবলী বলেন, ‘দেখুন, আমি কখনোই ব্যক্তিগত বিষয়ে খোলাসা করিনি। কিন্তু এই প্রশ্ন ঘুরে-ফিরে সবাই করেছে।’
শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটা নিয়ে কী বলবেন?
না, একই জবাব দেবো। সময় হলে সব বলবো। সত্য-মিথ্যা খেলা এসব বিষয় নিয়ে করা ঠিক না। শুধু এটুকু বলবো জীবনটা আমার, তাই আমার মতো বাঁচতে দিন। অনেককিছু রটবে, অনেকে অনেককিছুই বলবে। কিন্তু কেউ আমার জীবনটা গুছিয়ে দেবে না। সবাই শুধু কানাকানি করেই মজা নেবে। তাই হয়তো সময় হলেই সবকিছু জানাবো।’
নতুন করে শাকিবের সঙ্গে ছবি নেই কেন? জানতে চাইলে বুবলী বলেন, ‘এটা তাকেই জিজ্ঞেস করুন প্লিজ। আমি তো বলিনি কোথাও যে, শাকিবের সঙ্গে ছবি করবো না।’
বুবলী নিজের ভেতরেই অনেকগুলো প্রশ্নের জবাব রেখে দিলেন। অকপটে হয়তো বলবেন তার সুবিধাজনক জীবনে। কিন্তু তারকাখ্যাতির জের হিসেবে তার এসব প্রশ্ন যে আরো ডালপালা মেলবে সেটিও বললেন বুবলী। তিনি বলেন, ‘এসব কৌতুহলকে আমি সাপোর্ট করি । কারণ তাদের এসব কৌতুহলের জন্যই আমি তাদের প্রিয় নায়িকা। কিন্তু আবারো সেই এক কথা বলেই শেষ করছি। জীবনটা আমার, কেউ আমার জীবনটা গুছিয়ে দিয়ে যাবে না !’