চিকিৎসাধীন মাকে দেখে বাড়ি ফেরা হলো না সৈয়দ তরিকুল ইসলামের
- আপডেট টাইম : ০১:০৫:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ২৩৭ ৫০০০.০ বার পাঠক
শেখ সিরাজুল ইসলাম :।চিকিৎসাধীন মাকে দেখে বাড়ি ফেরা হলো না সৈয়দ তরিকুল ইসলামের (৩০)। মাকে দেখে হাসপাতাল থেকে ফেরার পথে মোটর সাইকেল-ট্রাকের সাথে সংঘর্ষে মারা যান তিনি।
সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার নতুনরাস্তা এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় সে। সৈয়দ তরিকুল ইসলামের তানিশা নামে আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
সৈয়দ তরিকুল ইসলাম তালা উপ-শহরের মরহুম সৈয়দ সিরাজুল ইসলামের ছোট পুত্র। সিরাজুল ইসলামের তিন ছেলের মধ্যে তরিকুল ছোট। তিনি মাকে নিয়ে তালা উপ-শহরে নিজস্ব বাসভবনে থাকতেন। আর দুই ভাই সোহেল এবং বুলবুল থাকেন খুলনাতে।
গত ৩০ সেপ্টেম্বর তরিকুল ইসলামের মা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে খুলনা আবু নাসের হাসপাতালে ভর্তি করেন । মাকে দেখতে প্রতিদিন যাতয়াত করতেন তিনি।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।