করোনা: যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড
- আপডেট টাইম : ০৭:০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ৩২৩ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৯৩৬ জন প্রাণ হারিয়েছেন। এটিই দেশটিতে একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
বাল্টিমোরভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ৫০ হাজার ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনার ছড়িয়ে পড়ার শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৫৭ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে।
কোভিড ট্র্যাকিং প্রজেক্টের উপাত্ত অনুযায়ী, এ মহামারির শুরু থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক লোক হাসপাতালে ভর্তি রয়েছে। করোনাভাইরাসে সংক্রমণের কারণে দেশটিতে এখন ১ লাখ ৩১ হাজারের বেশি রোগী হাসপাতালে রয়েছে।