শহীদ আলাউদ্দিনের নামে পায়রা সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন
- আপডেট টাইম : ০৮:৫৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ৪৯০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ পটুয়াখালী।।বরিশাল-পটুয়াখালীর সংযোগস্থল লেবুখালীর পায়রা নদীর উপরে নবনির্মিত পায়রা সেতুর নাম ৬৯-এর গণঅভ্যুত্থানে বরিশালের প্রথম শহীদ আলাউদ্দিনের নামে নামকরণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বিকাল ৪ টায় তাঁর নিজ এলাকা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুরে শেখ জামাল সেতু সংলগ্ন মহাসড়কে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলাপাড়া শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ’র সভাপতি এস এম আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল আলম খান (বাবুল), মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা ইসলাম সীমা, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন (দিলীপ), ন্যাপ আমতলী উপজেলা শাখার সভাপতি খান মতিউর রহমান, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান, কলাপাড়া শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ’র সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জিএম মাহবুবুর রহমান প্রমুখ।
প্রায় দেড় ঘন্টাব্যাপী মানববন্ধনে শহীদ আলাউদ্দিনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ‘বরিশালে ৬৯-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ছিলেন বরিশাল একে স্কুলের দশম শ্রেণির ছাত্র কলাপাড়ার কৃতি সন্তান আলাউদ্দিন। ৬৯ সালের ২৮ জানুয়ারি বরিশাল শহরে ১৪৪ ধারা ভেঙে মিছিলে বের হয়ে গুলবাগ হোটেলের মোড়ে ইপিআরের গুলিতে মারা যান তিনি। দক্ষিণাঞ্চলের এই বীরসন্তান আলাউদ্দিনের স্মৃতিতে বরিশালে কোনো স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়নি।’
তাঁরা শহীদ আলাউদ্দিনের নামে নবনির্মিত পায়রা সেতুর নামকরণের দাবি তুলে বলেন, ‘বর্তমানে বরিশাল ও পটুয়াখালীর সংযোগস্থল লেবুখালীতে পায়রা সেতু নির্মিত হয়েছে; যার উদ্বোধন এ মাসে হবে বলে শোনা যাচ্ছে। এই সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করলে জাতি হিসেবে আমাদের দায়িত্ব পালন করা হবে।’
এসময় শহীদ আলাউদ্দিনের নামে নবনির্মিত এ সেতুটির নামকরণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং এই কিশোর শহীদের স্মৃতিবিজড়িত ইতিহাস পাঠ্যপুস্তকে সংযুক্ত করার দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত স্মারকলিপি পাঠ করে শুনান কলাপাড়া শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ’র দপ্তর সম্পাদক মোঃ আতাজুল ইসলাম।