বেনাপোলে পণ্যবোঝাই শত শত ট্রাক আটকা, শুধু যাচ্ছে ইলিশ
- আপডেট টাইম : ০৮:১৭:৫৩ পূর্বাহ্ণ, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ২৪১ ৫০০০.০ বার পাঠক
টিটু বেনাপোল প্রতিনিধি।।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় শত শত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল বলে জানা গেছে।
মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিন উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় শনিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে দু’দেশের বন্দর এলকায় আটকা ওই শত শত ট্রাক আটকা পড়ে।
শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে ভারতে। তবে বেনাপোল বন্দরের লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে।
ওপারের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, আমাদের ভারতের মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক গতিতে চলবে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, ভারতের মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিক উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে শনিবার সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে ভারতে। তবে বেনাপোল বন্দরের লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।