ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় শনিবার সাতক্ষীরা আলিপুরে মাহফিলে বাধা অকথ্য ভাষায় গালি বিএনপি নেতা আব্দুর রউফ নির্বাচনের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মাটিতে আর ফ্যাসিবাদ আসতে পারবে না ২৪ এপ্রিল কে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা জাতীয় নাগরিক পার্টি দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস ডিউটি সিডিউল ভুল করার কারণে প্রত্যাহার হলেন কেন্দ্রসচিব হল সুপার ও কক্ষ পর্যবেক্ষক ফুলবাড়ীতে কানাহার দিঘি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন সুব্রত দাস বাংলাদেশকে ৮৫ কোটি ডলার দিবে বিশ্বব্যাংক টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারেনি দুদক: আইনজীবী

চুনারুঘাটে ১ জনের মৃত্যুশোকে আরও দুইজনের মৃত্যু

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • / ২৬৬ ৫০০০.০ বার পাঠক

সিলেট থেকে রিপোর্ট।।

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে একজনের মৃত্যুর খবরে একই পরিবারের আরো ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া (৮৫), তার মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) ও নাতনি সৈয়দা উলফাত (১২)। জানা গেছে-অসুস্থ সাজিদুর রহমান ওরফে আরজু মিয়ার মৃত্যুর খবরে মারা যান তার মেয়ে। আর মায়ের মৃত্যুর খবর শুনে মারা যায় আরজু মিয়ার নাতনিও। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারে তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান।

এরমধ্যে মঙ্গলবার ভোর সকাল সাড়ে ৬টায় সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর খবর পরিবারের লোকদের মধ্যে জানাজানি হলে কান্নার রোল পড়ে।

এক পর্যায়ে দুপুরে চুনারুঘাট উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার।

 

মায়ের মৃত্যুর সংবাদ শুনে বিকেল ৪টার দিকে মারা যান সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। মাগরিবের নামাজের পর স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদরাসা ও মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।

উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রজব আলী একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না। কিন্তু স্থানীয়দের মাধ্যমে খবর নিয়ে জেনেছি যে তারা মারা গেছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চুনারুঘাটে ১ জনের মৃত্যুশোকে আরও দুইজনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

সিলেট থেকে রিপোর্ট।।

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে একজনের মৃত্যুর খবরে একই পরিবারের আরো ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া (৮৫), তার মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) ও নাতনি সৈয়দা উলফাত (১২)। জানা গেছে-অসুস্থ সাজিদুর রহমান ওরফে আরজু মিয়ার মৃত্যুর খবরে মারা যান তার মেয়ে। আর মায়ের মৃত্যুর খবর শুনে মারা যায় আরজু মিয়ার নাতনিও। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারে তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান।

এরমধ্যে মঙ্গলবার ভোর সকাল সাড়ে ৬টায় সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর খবর পরিবারের লোকদের মধ্যে জানাজানি হলে কান্নার রোল পড়ে।

এক পর্যায়ে দুপুরে চুনারুঘাট উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার।

 

মায়ের মৃত্যুর সংবাদ শুনে বিকেল ৪টার দিকে মারা যান সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। মাগরিবের নামাজের পর স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদরাসা ও মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।

উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রজব আলী একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না। কিন্তু স্থানীয়দের মাধ্যমে খবর নিয়ে জেনেছি যে তারা মারা গেছেন।