সকলকে সাথে নিয়ে অবহেলিত খেশরা ইউনিয়ন’র উন্নয়নে কাজ করতে চাই-কামরুল ইসলাম লাল্টু
- আপডেট টাইম : ০৩:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ৩৭২ ৫০০০.০ বার পাঠক
শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরার তালার খেশরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল ইমলাম লাল্টু বলেছেন, সকল ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে অবহেলিত খেশরা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চাই। তিনি বলেন, খেশরা ইউনিয়নের এখন বড় সমস্যা জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা। যত্রতত্র অপরিকল্পিত ঘের করার কারণে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর সাথে সংযোগ খালের মুখে বাঁধ দিয়ে মাছ চাষের কারণে বৃষ্টির পানি নদীতে যেতে পারছে না। তাছাড়া কপোতাক্ষের সাথে সংযোগ খালগুলো দীর্ঘদিন সংস্কার না করার কারণে ইউনিয়নের নিন্মাঞ্চল প্রতিবছর প্লাবিত হচ্ছে।
তিনি আরো বলেন, আমি একটি দলের কর্মী হলেও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমার সততা ও জনপ্রিয়তার কারনে ইউনিয়ন-বাসি তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। তাই দলমত নির্বিশেষে একত্রিত হয়ে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চাই। এই ইউনিয়নের কলাগাছি, বিশ্বাসের চক, বাতুয়াডাঙ্গা, হরিণখোলা, সোনাবাঁধাল, মহিষাডাঙ্গা, কুলপোতা, দরমুড়াগাছায় দীর্ঘদিন তেমন কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। এই অঞ্চলের রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট’র অবস্থা খুবই জরাজীর্ণ। এই অঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করে যোগযোগ ব্যবস্থার উন্নয়নই হবে প্রথম কাজ।
নিরপেক্ষ ভোট গ্রহণের ব্যবস্থা করায় উপজেলা নির্বাচন অফিস সহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় ইউনিয়নবাসিকে কৃতজ্ঞতা জানানো সহ সকলে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন তিনি।
উল্লেখ্য ২০ সেপ্টেম্বর তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে খেশরা ইউনিয়নে আনারস প্রতিকের সতন্ত্রপ্রার্থী কামরুল ইসলাম লাল্টু ৯১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু পান ৭৪৮৬ ভোট।