ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার

প্যারিসে ভাড়া বাড়িতে খরচ কত হবে মেসির?

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৮:৩৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • / ২৪৫ ৫০০০.০ বার পাঠক

খেলার রিপোর্ট।।

স্পেনের বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির ২১ বছরের বন্ধন। নিজের দেশ আর্জেন্টিনাকেও অতটা চেনেন না, যতটা বার্সেলোনাকে। ঘরবাড়ি সবই বার্সাতে মেসির।

কিন্তু সেসব এখন অতীত। বার্সা ছেড়ে মেসি থিতু হতে চলেছেন ফ্রান্সের প্যারিসে। কিন্তু আইফেল টাওয়ারের দেশে কিছুই নেই আর্জেন্টাইন অধিনায়কের। নেই থাকার মতো কোনো আবাসন।

সাময়িক সমাধান হিসেবে সপরিবার গত দেড় মাস ধরে প্যারিসের লে রয়্যাল মনসু হোটেলে থাকছেন মেসি। প্রতি রাতে ১৭ হাজার পাউন্ড ভাড়া গুনতে হচ্ছে তাকে।

কিন্তু হোটেলে আর কতদিন! পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। চাইলে আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে। তা হলে তিন বছর তো আর হোটেলে থাকা যায় না!

যে কারণে একটা ভাড়া বাড়ির খোঁজে ছিলেন মেসি। এতদিন পর পছন্দের বাড়ি পেয়েও গেলেন।

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন ও আরএমসি স্পোর্ত জানিয়েছে, প্যারিসে সবচেয়ে ধনী ও বিলাসবহুল উপশহরগুলোর অন্যতম নিউয়ি-সুর-সেন এলাকায় একটি বাড়ি ভাড়া নেবেন মেসি। নির্মল ও নিরাপত্তাবেষ্টিত এই এলাকায় বেশ কিছু দূতাবাস এবং করপোরেট অফিসের সদর দপ্তর রয়েছে। ওই এলাকাই পছন্দ হয়েছে মেসির। তা ছাড়া মেসির স্বদেশি তারকা আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও এই এলাকাতেই ভাড়া থাকেন। পছন্দের বিষয়ে সেটিও একটি কারণ।

তবে প্যারিসের ধনীদের এই এলাকায় থাকতে হলে মেসিকে খরচও করতে হবে অনেক। প্রতি মাসে ২০ হাজার পাউন্ড ভাড়া দিয়ে সেখানকার একটি বাড়িতে উঠবেন মেসি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্যারিসে ভাড়া বাড়িতে খরচ কত হবে মেসির?

আপডেট টাইম : ০৮:৩৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

খেলার রিপোর্ট।।

স্পেনের বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির ২১ বছরের বন্ধন। নিজের দেশ আর্জেন্টিনাকেও অতটা চেনেন না, যতটা বার্সেলোনাকে। ঘরবাড়ি সবই বার্সাতে মেসির।

কিন্তু সেসব এখন অতীত। বার্সা ছেড়ে মেসি থিতু হতে চলেছেন ফ্রান্সের প্যারিসে। কিন্তু আইফেল টাওয়ারের দেশে কিছুই নেই আর্জেন্টাইন অধিনায়কের। নেই থাকার মতো কোনো আবাসন।

সাময়িক সমাধান হিসেবে সপরিবার গত দেড় মাস ধরে প্যারিসের লে রয়্যাল মনসু হোটেলে থাকছেন মেসি। প্রতি রাতে ১৭ হাজার পাউন্ড ভাড়া গুনতে হচ্ছে তাকে।

কিন্তু হোটেলে আর কতদিন! পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। চাইলে আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে। তা হলে তিন বছর তো আর হোটেলে থাকা যায় না!

যে কারণে একটা ভাড়া বাড়ির খোঁজে ছিলেন মেসি। এতদিন পর পছন্দের বাড়ি পেয়েও গেলেন।

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন ও আরএমসি স্পোর্ত জানিয়েছে, প্যারিসে সবচেয়ে ধনী ও বিলাসবহুল উপশহরগুলোর অন্যতম নিউয়ি-সুর-সেন এলাকায় একটি বাড়ি ভাড়া নেবেন মেসি। নির্মল ও নিরাপত্তাবেষ্টিত এই এলাকায় বেশ কিছু দূতাবাস এবং করপোরেট অফিসের সদর দপ্তর রয়েছে। ওই এলাকাই পছন্দ হয়েছে মেসির। তা ছাড়া মেসির স্বদেশি তারকা আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও এই এলাকাতেই ভাড়া থাকেন। পছন্দের বিষয়ে সেটিও একটি কারণ।

তবে প্যারিসের ধনীদের এই এলাকায় থাকতে হলে মেসিকে খরচও করতে হবে অনেক। প্রতি মাসে ২০ হাজার পাউন্ড ভাড়া দিয়ে সেখানকার একটি বাড়িতে উঠবেন মেসি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা।