কাশিমপুর প্রেসক্লাব থেকে বহিষ্কার হলেন মোহাম্মদ আলী সীমান্ত
- আপডেট টাইম : ০৫:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ৬৪৮ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
গাজিপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান সাধারন সম্পাদক পদে নির্বাচন করা মোহাম্মদ আলী সীমান্ত।বহিষ্কার আদেশে বলা হয়েছে সংগঠন পরিপন্থী কর্মকান্ড করায় ও কাশিমপুর প্রেসক্লাবের শৃঙ্খলা ভঙ্গ করার কারনে,তাকে বহিষ্কার করা হয়েছে।কাশিমপুর প্রেসক্লাবের প্যাডে লিখত,দপ্তর সম্পাদক কাজী ফয়সাল স্বাক্ষরিত একটি পোষ্ট সামাজিক যোগাযোগ ব্যবস্থাপনা সোশাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে,কাশিমপুর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মনির হোসেন মন্ডলের মুঠোফোনে বিষয়টি জানার চেষ্টা করলে তিনি বলেন,অত্র ক্লাবের সকল সদস্য সম্মীলিত হয়ে গঠনতন্ত্র মোতাবেক সংগঠন পরিপন্থী কার্জে লিপ্ত থাকায়,মোহাম্মদ আলী সীমান্ত কে সদস্য পদ হইতে আজীবনের জন্য,বহিষ্কার করা হয়েছে।সংগঠন একার নয়, বা,কারো পৈত্রিক সম্পদ নয় সংগঠন সবার,সেজন্য সংগঠন পরিপন্থী কর্মে লিপ্ত,থাকার প্রমান মিললে কোনো সদস্যকে ছাড়,দেওয়া হবেনা,সংগঠন চলবে সংগঠনের নীতি আদর্শে, সকল সদস্যকে বলবো আপনারা বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কারো কাছে মাথা নত,করবেননা,কলম কে হাতিয়ার হিসাবে ব্যবহার করে গুড়িয়ে দিন, সমাজের আবর্জনা,কাশিমপুর প্রেসক্লাবের সকল সদস্যের উত্তর উত্তর,মঙ্গল কামনা করি,আসুন সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।