কালিয়াকৈরে চাঁদা না পেয়ে ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ।
- আপডেট টাইম : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।
গাজীপুরের কালিয়াকৈরে ডিস ব্যবসায়ীর কাছ থেকে প্রতি মাসে দাবী কৃত টাকা চাঁদা না পেয়ে ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন এলাকার চিহ্নিত চাঁদাবাজ রাকিব হোসেন রকি। উপজেলার কালিয়াকৈর মাদ্রাসা পাড়া এলাকার রেখা ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের প্রায় দেড় কিলোমিটার তার কেটে দেড় লক্ষাধিক টাকা ক্ষতিসাধন করেছে।
এ বিষয়ে ডিস ব্যবসায়ী রেখা আক্তার বাদী হয়ে ১৬ই সেপ্টেম্বর তিনজনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জন কে অজ্ঞাত নামা অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, কালিয়াকৈর পৌরসভাস্থ লালটেকি গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে রাকিব হোসেন রকি(৩৩), কালিয়াকৈর মাদ্রাসা পাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে রফিক(৩৪) এবং রকির দোকানের কর্মচারী সুমন (২৮)
সহ আরো চার পাঁচজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন।
রেখা আক্তার জানান, অভিযুক্তরা এলাকায় উশৃঙ্খল দাঙ্গাহাঙ্গামাকারী, চাঁদাবাজ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরে আমার স্বামী মোয়াজ্জেম হোসেন ওই এলাকায়
ডিস লাইনের ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। কিন্তু অভিযুক্তরা বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত থাকায় বিভিন্ন সময় ডিস লাইনম্যানদের কে হুমকী প্রধান করতো এবং টাকা দাবী করে আসতে থাকে। তাদের দাবীকৃত টাকা চাঁদা না দেওয়ায় এরই জের ধরে ১৫ই সেপ্টেম্বর মধ্যরাতে লালটেকি তিন রাস্তার মোড়ে হতে লালটেকি দক্ষিণপাড়া সেলিম এর দোকান পর্যন্ত হয়ে ভানের টেকি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ডিস ক্যাবলের তার কেটে আমার লাইনের ক্যাবল,পাওয়ার বক্স,নোটসহ প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। তারকাটার বিষয়টি আমার স্বামী মোয়াজ্জেম হোসেন জানতে চাইলে তাকে খুন ঘুম প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। ঘটনার তারিখ
হইতে অদ্যবদি পর্যন্ত আমার স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন রয়েছে। ক্যাবল লাইন সংযোগ দিতে গেলে আমার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকী প্রধান করে। ওই এলাকার বিভিন্ন গ্রাহকেরা লাইন সংযোগ দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করতেছে তবে চিহ্নিত চাঁদাবাজ রকি, রফিক ও রকির দোকানের কর্মচারী সুমনের ভয়ে ওই
এলাকায় যেতে পারছেনা আমার স্বামী এবং আমি ব্যবসায়ীক ভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছি।
উক্ত বিষয়ে অভিযুক্ত রাকিব হোসেন রকির সাথে কথা বললে তিনি জানায় আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। আমি মোয়াজ্জেমের নিকট থেকে এই লাইনটি কিনে নিয়েছি আমি কেন চাঁদা চাইবো এবং তার কাটবো?
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের উপ- পরিদর্শক (এস আই) আজিম খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।