রাজশাহীতে ফ্লিট বাংলাদেশ এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন নতুন চারটি শাখার উদ্বোধন করলেন রাসিক মেয়র
- আপডেট টাইম : ০৪:৩৯:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
শেখ শিবলী রাজশাহীঃ।।
বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে ফ্লিট বাংলাদেশ এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নাইস কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে ফ্লিট বাংলাদেশ এর নতুন চারটি শাখার উদ্বোধন ঘোষণা করেন রাসিক মেয়র মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীর উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সকলকে সাথে নিয়েই রাজশাহীকে এগিয়ে যেতে চাই। তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু করা যায়, আজকের এ আয়োজন থেকে আবারো প্রমাণ হলো। ফ্লিট বাংলাদেশ তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগকে স্বাগত জানাই।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। যার কাজ চলমান রয়েছে। রাস্তা প্রশস্তকরণ, ড্রেন, রাস্তা নির্মাণ, ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ এগিয়ে চলেছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্লিট বাংলাদেশের এর সিইও মোঃ খায়রুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এসএম শরিফুজ্জামান ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু।