বাঘায় মাদ্রাসার ব্যাটারী জনতার হাতে আটক,থানায় সোপর্দ
- আপডেট টাইম : ০৬:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ৫৬৩ ৫০০০.০ বার পাঠক
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর থেকে চুরি করা মাদ্রাসার ব্যাটারীসহ ডাকু (৩২) ও রনি নামে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। শনিবার (১৮ সেপ্টেম্বর ) ভোর ৩টার দিকে উপজেলার আলাইপুর গাবতলীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,হারুন অর রশিদ (ডাকু) পিতাঃ আছাদ আলী লিলু (৩২) ও রনি (২৫) পিতাঃ আকবর উভয়ের সাং আলাইপুর। স্থানীয় ইয়ানুল হক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছামাদ বলেন, শেষ রাতে আলাইপুর দক্ষিণপাড়া ফুরকানিয়া মাদ্রাসার সোলারের ব্যাটারী চুরি করে পালাচ্ছিলেন হারুন অর রশীদ (ডাকু) ও রনি। টের পেয়ে আলাইপুর এলাকার লোকজন ব্যাটারীসহ তাদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে । বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু জানান, মাদ্রাসার ব্যাটারী চুরির ঘটনায় দুইজন কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।