সংবাদ শিরোনাম ::
লালপুরে স্ত্রীর মামলায় স্বামী আটক
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ২২৪ ৫০০০.০ বার পাঠক
লালপুর প্রতিনিধি।।
নাটোরের লালপুরে স্ত্রীর করা মামলায় ইউনুস আলী (৩০) নামে তারই স্বামীকে আটক করেছে থানা পুলিশ। নাটোর আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত ইউনুস আলী উপজেলার বিজয়পুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
জানা গেছে, যৌতুকের পাঁচ লাখ টাকার দাবিতে ইউনুস আলী তার স্ত্রী মরিয়ম খাতুনকে মারধর করে আসছিল। একপর্যায়ে তা সইতে না পেরে মরিয়ম খাতুন নাটোর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগ করেন। এতে আদালতের বিচারক ১৫ সেপ্টেম্বর ইউনুস আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে আটকের নির্দেশ দেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।
এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, ইউনুস আলীকে বৃহস্পতিবার রাতে আটক করা হয় এবং শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরো খবর.......