হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত ২, আহত ৪
- আপডেট টাইম : ০২:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ৩২৮ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
হবিগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকাসহ ২জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জেলার চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার (৪৫) ও হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে কলেজ ছাত্র সাইফুল ইসলাম (২৮)।
একই দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ আসছিল। ধুলিয়াখাল এলাকায় বিপরীতমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রোকেয়া আক্তার ও সাইফুল ইসলাম মারা যান।
একই ঘটনায় আহত ৪ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।