নদীতে গোসলে নেমে ৩ জনের একজনে মৃত্যু,বাকী গুলো নিখোঁজ ১।
- আপডেট টাইম : ০৭:৪৪:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ২৭৮ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।
গাজীপুরের পাইন শাইল এলাকায় তুরাগ নদে গোসল করতে গিয়ে দুই বোনসহ ৪ জন নিখোঁজের পর ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে জয়দেবপুর থানাধীন পাইন শাইল এলাকার সোলায়মাইন হোসেনের মেয়ে সাদিয়া আক্তার রিচি (১৫), ও রিয়া আক্তার (১০), মৃত হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪), মঞ্জু মিয়ার মেয়ে মায়া আক্তার এবং সাইফুল ইসলামের মেয়ে সাবিনাসহ ৫ জন পার্শবর্তী তুরাগ নদে গোসল করতে যায়। এসময় পানির স্রোতে সাবিনা বাদে বাকীরা পানিতে ডুবে নিখোঁজ হয়। দৌড়ে এসে সাবিনা স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে এক ঘন্টাপর রিচিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকেল ৩ টার পর থেকে উদ্ধার কাজ শুরু করেছে। পরে বাকী দুইজনকে উদ্ধার করে। রিয়াকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই একজন কেন্দ্র করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।