গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ড এনায়েতপুরে ভাঙ্গাড়ীর পঁচা দুর্গন্ধে স্বাস্থ্য হীনতা ভুগছে জনগণ
- আপডেট টাইম : ০২:১৯:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ৬২৭ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার।।
গাজীপুর মহানগর 3 নং ওয়ার্ড এনায়েতপুরে পচা দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত।স্বাস্থ্যহীনতা ভুগছেন লক্ষ লক্ষ জনতা, জনগণের চলাচলের রোড সংলগ্নে,ভাঙ্গাড়ীর ব্যবসায়ীরা বিভিন্ন পচাদ্রব্য স্টক করে রাখায়,মানুষের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে,ভাঙ্গাড়ীর ব্যবসায়ী দের সাথে পচা দুর্গন্ধ জনিত কারণের বিষয় সমূহ জানতে চাইলে,তারা বলেন,আমাদের বিভিন্ন বাহিনীকে মান্থলি দিয়ে ব্যবসা পরিচালনা করতে হয়,কার কি সমস্যা হচ্ছে এটা দেখার বিষয় নয়,আমাদের মোটা পয়সা দিয়ে ব্যবসা পরিচালনা করতে হয়, আইন প্রয়োগকারী সংস্থা ও সকল সেক্টরে পয়সা দিয়ে ম্যানেজ করে চলতে হয়।পথযাত্রীদের নিকটে নির্বিঘ্নে চলাচলের বিষয়ে জানতে চাইলে,তারা বলেন আমাদের নাক ধরে মাছ ও মুখে কাপড় বেঁধেচলতে হয় , বিকট পচা দুর্গন্ধ আমাদের শিশুদের চলাচলে বিঘ্ন ঘটে,ও বিভিন্ন অসুখে ভোগেন কোমলমতি সকল শিশু।জনগণের চলাচলের ব্যবস্থা সুগম করতে,স্বাস্থ্যহীনতার হাত থেকে রক্ষা পেতে,এসকল ভাঙ্গাড়ীর ব্যবসায়ীদের রাস্তা থেকে জনগণের চলাচলের বাধা পেরিয়ে,নির্জনে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী ও রোডে চলাচলরত সাধারন জনগন।