চাঁপাইনবাবগঞ্জে ২০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক
- আপডেট টাইম : ১২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ২৬৬ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরো অফিস।।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের ২০ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি রহমত আলী (৩৫)মেম্বারকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট কলেজপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদ এর ছেলে রহমত আলী (৩৫)।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম, পিপিএম (বার)নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এ এম ফজল-ই খুদা (পলাশ)এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস অফিসার আসগার আলীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোমস্তাপুর থানাধীন আড্ডা এলাকায় রাত ১২ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ২০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রহমত আলীকে এসবি কলেজের সামনে থেকে আটক করা হয়েছে।
ধৃত আসামি রহমত আলীকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে গ্রেফতারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে