জয়পুরহাটে মামলা বাজ সুমির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাংবাদিক আঃ রাজ্জাক
- আপডেট টাইম : ০৯:০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ৫৮২ ৫০০০.০ বার পাঠক
শেখ শিবলী রাজশাহী প্রতিনিধিঃ।।
জয়পুরহাটে দৈনিক বাংলার দূত ও সানি বাংলা টিভি জয়পুরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক আঃ রাজ্জাক একটি ঘোষনায় তার মত প্রকাশ করে বলেন,মামলা বাজ সুমি আক্তার পিতা শফিকুল সাং বোড়াই থানা কালাই জেলা জয়পুরহাটসহ একটি কুচক্র মহল, আমার কর্মজীবনের সাথে দ্বন্দ্ব বাধানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
উক্ত কুচক্র মহলটি দাবি করছে আমার বিরুদ্ধে নাকি বিভিন্ন মামলা আছে হ্যা আমার বিরুদ্ধে পারিবারিক মামলা বিচারিক আদালত রয়েছে৷ ঐ মামলা থেকে আমাকে এক এক করে ইতিমধ্যে বিজ্ঞ আদালত খালাস দিচ্ছে। এমনকি আইনে উল্লেখ আছে মামলা হলেই সেই দোষি হয়না। যেকোনো মামলার সাজা না হওয়া পর্যন্ত আমি অপরাধী নহে।
তিনি আরও বলেন বাংলাদেশে বহু ধরনের বহু মামলা রয়েছে,,আমি উক্ত বিষয়ে দৃঢ়তার সাথে বলতে পারি,আমার বিরুদ্ধে ৪ টি হয়রানি মূলক মিথ্যা মামলা আছে আমার সাবেক স্ত্রী সুমি আক্তার বগুড়া আজিজুল হক কলেজের ছাত্রী হওয়াই বগুড়া সদরে একটি গয়েবি মামলা হয় এবং তার নিজ জেলা জয়পুরহাটে বিজ্ঞ আদালতে টি মামলা করেন। সে একজন সুশিক্ষিত কলেজ ছাত্রী তবুও কিছু চক্রের প্রবণতায় পরে ভন্ডামীও নোংরামির প্রভাব খাটিয়ে আইনের মিথ্যে মামলায় জড়ানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে সুমি আক্তার।
তার করা প্রথম সাজানো মামলা নং ৩৪/১৮নাঃরাষ্ট/৫৮/১৭পাঃ/২২/৬রাষ্ট/২০১৯/সর্বশেষ ৩/০১/২০২১ ngr ১০রাষ্ট্র/মামলা সাজিয়েছে প্রতেকটি মামলার ক্ষতি পূরণ চেয়ে আদালতের দারস্ত হবো। ১৯ এ সেপ্টেম্বর ২০১৭ পূর্বে আমার বিরুদ্ধে কোন প্রকার মামলা ছিল না আমি চ্যালেঞ্জ করে বলছি যদি বাংলাদেশের ৬২০টি থানা ও ৬৪ টি জেলায় আমার বিরুদ্ধে একটিও মামলা অথবা জিডি দেখাইতে পারে তাহলে গণমাধ্যমের মাধ্যমে বলছি আমার সাবেক স্ত্রীকে নগদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পুরস্কার দিবো,,আর যদি তাহা না দেখাইতে পারে তাহলে আমি মনে করবো তার মা-বোনের দেয়া বিয়ের বিষয়টি উপযুক্ত হয়েছে। এমনকি আমার ঘারে মিথ্যা দোষ দেওয়ার জন্য আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে।
গত ৮/২/২০২০/ সালে ১৩৬ নং এভিডেভিট নোটারি পাবলিকের মাধ্যমে আমার সাবেক স্ত্রী সুমি ও তার পরিবারের অভিভাগের সাথে আপোষ মিমাংসা করা হয় তবুও একটি কুচক্রমহল তাদেরকে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এমন চক্রান্তের রক্ষার্থে আমি একজন সাংবাদিক হিসাবে সাংবাদিক মহলের কাছে তদন্ত সাপেক্ষ ন্যায্য বিচার চাইছি।
বিঃদ্রঃ-অবশেষে সাংবাদিক আঃ রাজ্জাক চক্রান্তের শিকারে অসহায় হয়ে৷ এমন হয়রানি থেকে মুক্তি পেতে দেশের সকল সাংবাদিক সংগঠন গুলোসহ সাংবাদিকদের তার পাশে দাঁড়ানোর জন্য বিনীত ভাবে অনুরোধ প্রকাশ করছি।
ইতিহাসের রথী মহারথীদের পাসে কথিত কলেজ ছাত্রী সুমির আক্তারের নাম দেখে চুমকে উঠেবেন অভিযোগের মাত্রা বিবেচনায় এই নারী কম দুষ্ট নয়
অভিযোক্ত সুমি আক্তারের মোঠ ফোনে একাধিক বার যোগা যোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি৷
আহম্মেদা বাদ ইউপিঃ চেয়ারম্যন আলি আকবরের মোঠ ফনে কথা হলে সাংবাদিকদের বলেন মেয়েটির বিষয়ে কি আর বলব তাকে সহ পরিবার কে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সারা পাওয়া যায়নি।