সংবাদ শিরোনাম ::
বাঘায় খাল খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
বাঘা(রাজশাহী)প্রতিনিধি। ।
রাজশাহীর বাঘা উপজেলাধীন মশিদপুর পদ্মা নদীর সুইচ গেট থেকে বাজু বাঘা ইউনিয়নের শেষমাথা পর্যন্ত ক্যানেল খনন অসমাপ্ত থাকায় কয়েকটি বিলে জলাবদ্ধতা সৃষ্টিসহ বেশ কিছু বাড়ীঘর পানিতে নিম্নজ্জিত হয়েছে। এছাড়া জলাবদ্ধতার কারনে ওইসব বিলের সহস্রাধিক বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। এই ক্যানেল কাজ সুষ্ঠভাবে সম্পাদন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাঘা উপজেলা কৃষকলীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাঘা উপজেলা পরিষদের গেটে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জানা যায়, পদ্মার বাধ মশিদপুর সুইচ গেট থেকে উপজেলার বাজু বাঘা ইউনিয়নের শেষমাথা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার ক্যানেল খননের কাজ গত কয়েক বছর ধরে অসমাপ্ত রয়েছে। এ কারণে কয়েকটি বিলে যেমন-সদা মিয়া, ছাইগাড়া,বারখাদিয়া,হিজল পল্লী,টেবরি ও গরুর বিলসহ কয়েকটি বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু বাড়ীঘরেপানি উঠেছে। এছাড়া জলাবদ্ধতা কারনে ওইসব বিলের সহস্রাধিক বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। এই ক্যানেলের কাজ সুষ্ঠভাবে সম্পাদন ও জলাবদ্ধতা নিরসনের উদ্দ্যোগ গ্রহন করা হয়নি। ফলে ওইসব বিলের সহস্রাধিক বিঘা জমি দীর্ঘদিন থেকে আবাদ করতে পারেননা কৃষকরা। একারণে তারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। যার কারণে উপজেলা কৃষকললীগের উদ্দ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাঘা পৌর কৃষকলীগের সভাপতি বাদশা মিঞা জানান,ইতিঃপুর্বে এ বিষয়ে পররাষ্ট্র পতিমন্ত্রী,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। কিন্ত তাতে কোন ফল হয়নি।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ বাঘা উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,সাধারণ সম্পাদক আবু লাহাব,উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম বকুল,পৌর কৃষকলীগের সভাপতি বাদশা মিঞা,কৃষক লীগ বাজু বাঘা ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান হাবিব,মহিলা আ’লীগের নেতৃ শরিফা খাতুন,ক্ষতিগ্রস্থ কৃষকসহ সর্বস্তরের শত শত জনগণ।
আরো খবর.......