আমার চলার পথ মসৃণ ছিল না
- আপডেট টাইম : ০৮:০৯:১২ পূর্বাহ্ণ, রবিবার, ৩ জানুয়ারি ২০২১
- / ৩২৮ ৫০০০.০ বার পাঠক
বিনোদন রিপোর্ট।।
এক সময়ের তুমুল জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ক্যারিয়ারে নানা ঘাত-প্রতিঘাত টপকে দর্শকদের ভেতর দারুণ ক্রেজ তৈরি করেন। একের পর এক হিট সিনেমা উপাহার দিয়ে কাঁপিয়েছেন বক্স অফিস। তবে তার এই চলচ্চিত্র যাত্রা যে খুব একটা মসৃণ ছিল না সেটাই এবার নিজের ৫১তম জন্মদিনে এসে জানালেন এই অভিনেত্রী।
জন্মদিনে স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যা জানান, শুরুতে অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ হলেও নির্মাণ জটিলতায় সবগুলো সিনেমা আটকে যায়। এ সময় তিনি হতাশ হলেও ভেঙে পড়েননি। পরবর্তীতে বাংলা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বিদ্যা বলেন, ‘মাত্র ১৬ বছর বয়সে ধারাবাহিক হাম পাঁচ-এ প্রথম অভিনয় করি। এরপর ১২টি মালায়লাম সিনেমায় চুক্তিবদ্ধ হই। তবে সেগুলো নির্মাণ জটিলতায় আটকে যায়। সেখানকার প্রযোজকরা আমাকে খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেননি। এমনকি আমি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়েও অনেক বাঁধার সম্মুখীন হয়েছি। তবে ২০০৩ সালে বাংলা সিনেমা ভালো থেকো দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়।’ ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। পরবর্তীতে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন।