যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ॥ নিক্সন চৌধুরী এমপি
- আপডেট টাইম : ০৭:৫৯:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩ জানুয়ারি ২০২১
- / ৩১১ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপেক্ষের শক্তি। কোন অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে যুবলীগ। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাড়ানোর জন্য, আইএসআইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজউদ্দিন ঈদগাহ মাঠে জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী এ সব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, মোয়াজ্জেম হোসেন, তাজবিরুল হক অনু, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীসহ ১০ যুবলীগ কেন্দ্রিয় নেতাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত অতিথিগণ কেন্দ্রিয় যুবলীগের লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান।
যুবলীগ প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে। তিনি তাদেরকে বিগত দিনে বিএনপি জামায়েত নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন।
জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্যা আল নোমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, কেন্দ্রিয় যুবলীগ নেতা সামছুল ইসলাম পাটোয়ারী, সৈয়দা সানজিদা শারমীন, এ্যাডভোকেট জয়নাল আরেদিন রিগ্যান, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন, এবিএম ফরিদ উদ্দিন জীবন, আশফাক আহমেদ চৌধুরী, জহিরুল আমিন জহির। এ সময় জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।