সুন্দরগঞ্জে প্রয়াত ৫ সাংবাদিকের স্মরণে দোয়া মাহফিল
- আপডেট টাইম : ০৯:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ২৪১ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রয়াত ৫ সাংবাদিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ সরকার রেজা ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য মাজেদা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম , তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, শান্তিরাম ইউপি চেয়ারম্যান মাওলানা ছামিউল ইসলাম, নদী বাঁচাও আন্দোলনের নেতা সাদেকুল ইসলাম দুলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাংবাদিক শাহজাহান মিঞা, এ মান্নান আকন্দ, রেদওয়ানুর রহমান, মোঃ আনিসুর রহমান আগুন, রেজাউল ইসলাম, বিআরডির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমূখ। পরে মরহুম আবু জাফর সাবু,মরহুম আতাউর রহমান দুলাল,মরহুম রাশিদুল আলম চাঁদ, মরহুম এটিএম আফসার আলীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।