সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলের ১৫ সদস্যের নাম ঘোষণা
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ২৯৩ ৫০০০.০ বার পাঠক
খেলার রিপোর্টার।।
গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের সিরিজ জয়ের পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ , সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। এদের সঙ্গে যারা আছে তারা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় এনে দিয়েছে। আগের সেই বিধ্বংসী রুপে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আরও আছেন প্রতিপক্ষের ইনিংসে প্রথমের ধস নামানো স্পিনার নামুম আহমেদ।তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেওয়ার পর বিশ্বকাপের জন্য বাংলাদেশ যে দল ঘোষণা হয়েছে তা যে কোন দলের জন্য শক্তিশালি প্রতিপক্ষ হিসেবেই বিবেচিত হবে। ফাইনালে খেলার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
গত বছর যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন শামীম। এবার তিনি যাচ্ছেন বড়দের বিশ্বকাপে। ২১ বছর বয়সী আগ্রাসী এই ব্যাটসম্যান ও অফ স্পিনার এখনও পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে অভিষেক হয় তার। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে বড় ভূমিকা রাখেন দলের জয়ে।
আরো খবর.......