সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটের পাটগ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর ১১ দিন যাবত প্রেমিকের বাড়িতে অবস্থান বিয়ে না হলে আত্নহত্যা হুমকি
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ২৪২ ৫০০০.০ বার পাঠক
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাংলাবাড়ি এলাকার আনিছুর রহমান লেলিন (২৩) নামের এক প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন প্রেমিকা দশম শ্রেণির এক ছাত্রী। ঘটনার পর থেকেই লাপাত্তা রয়েছে প্রেমিক লেলিন। এ ঘটনায় প্রেমিক ও প্রেমিকার পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ করেছেন।
জানা গেছে, ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাংলাবাড়ি এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে আনিছুর রহমান লেলিন। ও পাটগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের এক ১০ম শ্রেণীর শিক্ষার্থী সাথে গত ৩ বছর থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলেন। এক পর্যায়ে প্রেমিকার সাথে কথা বলা বন্ধ করে দেন প্রেমিক লেলিন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্পর্ক অস্বীকার করে প্রেমিক (লেলিন)। এ ঘটনায় গত ২৭ আগস্ট প্রেমিকের বাড়িতে গিয়ে উঠে প্রেমিকা ওই ছাত্রী। তার দাবি লেলিনের বাড়িতে উঠার পর বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায় প্রেমিক লেলিন। সে থেকে প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় তাঁর (প্রেমিকের বাড়িতে রয়েছেন ওই ছাত্রী প্রেমিকা।
প্রেমিকের বাবা নুর ইসলাম ও মা রুবিনা বেগম বলেন, ‘ছেলে যেহেতু ভুল করেছে। আমরা মেনে নিয়েছি। ছেলে যদি বিয়ে করে আমাদের কোনো আপত্তি নাই। মেয়ের পরিবারের লোকজন আমাদেরকে নানানরকম ভাবে হুমকি দিচ্ছেন। তাই বাধ্য হয়ে আমরা থানায় একটি অভিযোগ করেছি।’
অবস্থা নেয়া প্রেমিকা (২০) বলেন, ‘আমার জীবন শেষ করে দিয়েছে লেলিন। তাঁকে তাঁর পরিবারের লোকজন ভাগিয়ে দিয়েছে। আমি তো মেয়ে, আমার কী হবে। আমি খুব স্বাভাবিকভাবে বলছি আমার বিয়ে না হলে আমি আত্নহত্যা করব।’
প্রেমিক আনিছুর রহমান লেলিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি চট্টগ্রামে আছি। আমার সাথে ওই মেয়ের কয়েকদিন আগে পরিচয়। বন্ধুর বোন হিসেবে কথা বলেছি। ওই মেয়ে যা বলেছে সব মিথ্যা। ষড়যন্ত্র করে মেয়েটিকে আমাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন এ বিষয়ে ‘উভয় পক্ষ থেকে দুইটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধিন রয়েছে।’
আরো খবর.......