মানুষ হত্যার মরন ফাঁদ।। পোর্ট বিহীন বাড়ি করছে ওরা
- আপডেট টাইম : ০৬:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ২৯৯ ৫০০০.০ বার পাঠক
আল মামুন গাজীপুর।।
গাজীপুর জয়দেবপুরে মানুষ হত্যার মরন ফাঁদ পেতে কাজ করছে বিল্ডিং কনস্ট্রাকশনের। কনস্ট্রাকশনের কাজ চলা কালিন অবস্থায় এক বিল্ডিং থেকে অপর বিল্ডিংয়ে যাতায়াত করার জন্য বাশ ও কাঠ দিয়ে বানানো হয় সিঁড়ি যা ভেঙে পরার আশংকাই বেশি, কাজ করার কোনো সেইফটিক না নিয়েই কাজ করাচ্ছেন কনস্ট্রাকশনের ম্যানেজার,পাশেই অবস্থিত জেলা রেজিস্ট্রারের কার্যালয় যেখানে যাতায়াত করেন শত শত মানুষ।আজ সকাল ১১টায় জেলা রেজিস্ট্রার অফিসে যাওয়ার সময় বাশ ও কাঠ দিয়ে বানানো সিড়ির কাঠ জয় দ্ত্ব (২৬) নামের এক যুবকের মাথার উপরে পরে, ঘটনাস্থলে গুরুতর আহত হন।তাকে জরুরি ভাবে শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মোঃ ইসরাইল মোল্লা নামক এক ব্যাক্তি।মোঃ ইসরাইল মোল্লা বলেন জয় দত্বের অবস্থা আশংকা জনক,মাথায় ১৮ টি সিলি দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর কনস্ট্রাকশনের ম্যানেজার ও কর্মরত পাঁচ থেকে ছয় জন সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুধু তাই নয় বিল্ডিংয়ের চার ও পাঁচ তলায় বিভিন্ন স্থানে দেখা যায় বাশ ও কাঠ দিয়ে বানানো আরও তিনটা সিঁড়ি।সেই সিঁড়ি দিয়ে যাতায়াত করা হয় এক বিল্ডিং থেকে অপর বিল্ডিংয়ে। রেজিস্ট্রার অফিসের সামনে দাঁড়িয়ে থাকা অনেকেই বলেন সেইফটি ছাড়া কাজ করানো উচিত হয়নি, যদি সেইফটি নিয়ে কাজ করানো হতো তাহলে এ দুর্ঘটনা ঘটতো না। এবং এ দুর্ঘটনা আরও বড় ধরনের ঘটতে পারতো বলে জানান অনেকেই।