বিরামপুরে উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
- আপডেট টাইম : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ আগস্ট ২০২১
- / ২৩৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ জাহাঙ্গীর আলম
দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরের বিরামপুরে স্থানীয় সরকার বিভাগ ও ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় ও উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বাস্তবায়নে উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২ দিন ব্যাপী জনপ্রতিনিধি, কাজী, ইমাম, পুরোহিত, শিক্ষক ও সাংবাদিকদের সমন্বয়ে ” ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা -২০২১ বিরামপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
২৮ ও ২৯ আগস্ট উপজেলা পরিষদ বিরামপুর, দিনাজপুরের বাস্তবায়নে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী আসমা খাতুনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই- আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্যা আল- মাহমুদ শোভন, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সমর সেন (UDF) UGDP প্রমূখ।