৭৮ রানে অলআউট নিয়ে যা বললেন ভারতের উইকেটকিপার
- আপডেট টাইম : ১০:০৭:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
- / ২৭১ ৫০০০.০ বার পাঠক
খেলার রিপোর্ট।।
গত বছর ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত।
নয় মাস পর বুধবার বিরাট কোহলিরা অ্যাডিলেডের দুঃস্বপ্ন হেডিংলিতে ফিরিয়ে আনলেন। এবার ভারত ৭৮ রানে অলআউট। টেস্টে এক ইনিংসে যা তাদের অষ্টম সর্বনিম্ন স্কোর।
তবে মাত্র ৭৮ রানে অলআউট হওয়াকে অস্বাভাবিক কিছু মনে করছেন না ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান রিষভ পন্ত। দলের এই বিপর্যয়কে ক্রিকেটীয় দৃষ্টিতে খুব স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।
তার মতে, এতে হা-হুতাশের কিছু নেই। এটি খেলারই অংশ। একদিন বাজে গেলে এমন হতেই পারে।
ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন ও স্যাম কারানের বোলিং হেডিংলি টেস্টের প্রথম দিন মাত্র ৭৮ রানে অলআউট হয়েছে ভারত। সফরকারীদের পক্ষে দুই অঙ্কের রান সংগ্রহ করতে পেরেছেন কেবল দুজন, রোহিত শর্মা ১৯ রান ও আজিঙ্কা রাহানে ১৮ রান। অধিনায়ক বিরাট কোহলি ৭ রান করেন। পন্তের ব্যাট থেকে আসে ২ রান।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পন্ত বলেন, এটি খেলার অপরিহার্য অংশ। ব্যাটিং বিভাগ তো প্রতিদিনই নিজেদের শতভাগ দিতে চায়, কিন্তু কখনও কখনও দিনটি ভালো যায় না, এই আর কী।
তবে এমন বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকাতে হবে বলে জানান পন্ত।
পন্ত বলেন, সকালে উইকেট একটু নরম ছিল। ইংলিশরা বেশ ভালো জায়গায় বল করেছে। কিন্তু আমরা চেষ্টা করলে আরেকটু ভালো খেলতে পারতাম। এখন ভুল থেকে আমাদের শিখতে হবে, যাতে সামনের দিকে এমনটি না হয়। ক্রিকেটার হিসেবে কেবল এটিই পারি আমরা, ভুল থেকে শিখে উন্নতি করা।
লর্ডসে দুর্দান্ত বল করেছেন ইংলিশ পেসাররা। দ্বিতীয় টেস্ট জিতে ফুরফুরে মেজাজে থাকা ভারত তৃতীয় টেস্টের প্রথম দিনই ইংলিশ পেসে নাকানি-চুবানি খেয়েছে।
টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন আট ওভারে মাত্র ছয় রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। মার্ক উডের চোটে সুযোগ পাওয়া ক্রেগ ওভারটনও ৩ উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ১৪। দুটি করে উইকেট পান ওলি রবিনসন ও স্যাম কারেন।
প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে ১২০ রান করেছে। দুই ওপেনার ররি বার্নস ও হাসিব হামিদ ব্যাট করছেন যথাক্রমে ৫২ ও ৬০ রানে। প্রথম ইনিংসে ইংল্যান্ড লিড নিয়েছে ৪২ রানের।
তথ্যসূত্র: ক্রিকইনফো