পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারে রই।
- আপডেট টাইম : ০৮:১১:২০ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ আগস্ট ২০২১
- / ২৭৭ ৫০০০.০ বার পাঠক
- মোঃ জাহাঙ্গীর আলম,
জেলা প্রতিনিধি, দিনাজপুর।
দৌলতপুর রেনেসাঁ পাঠাগার ২২/০৭/২০১৫ সালে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ৬ দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কিছু স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র একটি পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। সেই লক্ষ্যে উক্ত গ্রামের সকল শিক্ষিত বেকার ছেলেদের ও গ্রামের মুরব্বি অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন। সেই আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় স্ব-গ্রামে পাঠাগার প্রতিষ্ঠা করার। এবং তার সঙ্গে পাঠাগারের নামকরণও হয়, নামরাখা হয় “দৌলতপুর রেনেসাঁ পাঠাগার ” সেই থেকেই পাঠাগারে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে পাঠাগারটি সদস্য সংখ্যা ১০০ জন। পাঠাগারটিতে দেশ বিদেশের অনেক বই পুস্তক সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। যা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী সহ যেকোনো মানুষের প্রয়োজনে এসে পড়তে পারেন।
এর মাঝে পাঠাগারটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণগ্রন্থাগার অধিদপ্তরে তালিকাভুক্ত করার জন্য আবেদন করা হয়, যাহা গত ১৮ই আগস্ট ২০২১ইং তারিখে গণগ্রন্থাগার অধিদপ্তর কতৃক নিবন্ধন প্রাপ্ত হয়। নিবন্ধন নং দিনাজ-৭০/২০২১,ফুল- ০৫।
দৌলতপুর রেনেসাঁ পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি, জনাব সেকেন্দার আলী মজনু ও সাধারন সম্পাদক, আসাদুল ইসলাম সোহাগ। যাদের দক্ষ নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে দৌলতপুর রেনেসাঁ পাঠাগার।
রেনেসাঁ পাঠাগারের লক্ষ ও উদ্দেশ্যঃ
সামাজিক উন্নয়নের লক্ষে, নারী উন্নয়ন, শিশু উন্নয়ন, জীবন মুখী ও সমাজ মুখী কার্য্যক্রমের প্রচার অভিজান, সমাজ ও পরিবেশ উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাই হলো প্রতিষ্ঠানটির লক্ষ ও উদ্দেশ্য।
এছাড়াও বাংলাদেশ সরকারের যেকোনো উন্নয়ন কার্যক্রমে ঐক্যবদ্ধ সহায়তা প্রদান সহ সাধারণত জনগনকে সকল বিসয়ের উপর জনসচেতনতা সৃষ্টির লক্ষ নিয়েই পরিচালিত হচ্ছে দৌলতপুর রেনেসাঁ পাঠাগার।